পাহাড়ি রাস্তায় হাঁটতে ভালবাসেন? হাতে ৪-৫ দিন ছুটি পেলে উত্তরবঙ্গে সান্দাকফু ঘুরে আসেন? কিন্তু ওই একই পথে বারবার হেঁটে এ বার একটু একঘেয়ে লাগছে? অথচ দূরের পাহাড়ে যাওয়ার সময় নেই? তা হলে আপনার জন্য আছে আরও বেশ কয়েকটি ছোট ‘ট্রেকিং রুট’।
সান্দাকফু থেকে বহু বার কাঞ্চনজঙ্ঘা দেখেছেন। কিন্তু এখন সান্দাকফু যেতে গায়ে জ্বর আসে কি? তার সবচেয়ে বড় কারণ কি প্রচুর পর্যটকের ভিড়? তা হলে ফোকতে দারা আপনার জন্য একেবারে আদর্শ পথ। এখান থেকেও পরিষ্কার দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। পূর্ব দিকে একটু ঘাড় ঘোরালেই দেখা যায় এভারেস্ট। অথচ পর্যটকের ভিড় নেই।
যাওয়ার পথ সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভিতরের জঙ্গলের মধ্যে দিয়ে। কিছুটা সিকিমে। সব মিলিয়ে দিন সাতেকের মধ্যেই সেরে ফেলতে পারেন এই ছোট্ট ট্রেকিং। ফুসফুস এবং পা আপনার কথা শুনলে, দিন পাঁচেকই যথেষ্ট।