Advertisement
০৭ ডিসেম্বর ২০২৩
Kiara Advani

Sidharth Malhotra-Kiara Advani: বেশি দিন আলাদা থাকা অসম্ভব? কিসের টানে ফের একসঙ্গে সিদ্ধার্থ-কিয়ারা

কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রর বিচ্ছেদ নিয়ে কিছু দিন আগেই ছড়িয়েছিল গুঞ্জন। তবে কি আদৌ বিচ্ছেদ হয়নি দুই তারকার?

বিচ্ছেদ না বিরতি? কী ছিল দু’জনের

বিচ্ছেদ না বিরতি? কী ছিল দু’জনের ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২২ ১৪:৪৪
Share: Save:

কয়েকদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল— তাঁরা নাকি আলাদা হয়ে গিয়েছেন। নেটমাধ্যমে দু’জনের বিভিন্ন পোস্টও ইঙ্গিত করছিল সে দিকেই। কিন্তু আচমকাই যেন বদলে গেল সব। সলমন খানের ইদের পার্টিতে উলটপুরাণ। কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রকে ফের দেখা গেল একসঙ্গে। সূত্রের খবর আদৌ বিচ্ছেদ নয়, ‘বিরতি’ নিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কের টানাপড়েন সামলাতে নাকি দারুণ কার্যকর হতে পারে এই ধরনের বিরতি।

এই ধরনের বিরতির অর্থ কী?

অনেক সময় ভালবাসা থাকার পরেও একসঙ্গে থাকা কঠিন হয়ে ওঠে। কখনও দীর্ঘমেয়াদী মতান্তর, কখনও আদর্শগত বিরোধ, কখনও বা পেশাগত আশা-আকাঙক্ষার তফাত— একাধিক কারণে বনিবনার অভাব হতে পারে দু’জনের। অনেক ক্ষেত্রে সমস্যা এতটাই গভীর হয়ে ওঠে যে, সম্পর্ক ভেঙে ফেলতেও বাধ্য হন অনেকে। যাঁরা এই ধরনের সাময়িক টানাপড়েনের জন্য সম্পর্ক ভাঙতে চান না, তাঁদের অনেকেই এখন স্থায়ী বিচ্ছেদের বদলে বেছে নিচ্ছেন সাময়িক বিরতি। এই পদ্ধতিতে দু’জনেই কিছু সময়ের জন্য আলাদা থাকার সিদ্ধান্ত নেন। বিরতির পর তাঁরা সিদ্ধান্ত নেন ফের একসঙ্গে থাকবেন কি না।

কী কী করণীয়:
১। বিরতির আগে দু’জনে মিলে সিদ্ধান্ত নিতে হবে কতদিন আলাদা থাকতে চান।

২। আলাদা থাকার সময় একে অন্যের সঙ্গে কতটুকু যোগাযোগ রাখবেন বা আদৌ রাখবেন কি না, স্থির করতে হবে আগে থেকেই।

৩। ঘাবড়াবেন না আগে থেকে। যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার সময় বুক দুরু দুরু করাই স্বাভাবিক। তবে মনে রাখবেন, ভালবাসা থাকলে ফিরতে অসুবিধা হবে না। না ফেরার হলে, বিরতি নেওয়ার সময় স্পষ্ট হয়ে যাবে তাও।

৪। সম্পর্কের চাপে অনেক সময়েই বিগড়ে যায় মানসিক স্বাস্থ্য। এই সময়ে প্রয়োজনে পরামর্শ নিতে পারেন মনোবিদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE