Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Snacks

নতুন বছরে একঘেয়ে স্ন্যাকস নয়, বানিয়ে দেখুন এই সব কম্বিনেশন

নতুন বছরে কিচেনেও আনুন একটু নতুনত্ব। প্রতি দিনের একঘেয়ে স্ন্যাকসও একটু বদলে ফেলুন। ফ্রেঞ্চ ফ্রাইজ মানেই কি সঙ্গে চাই কেচাপ? তার চেয়ে বরং ট্রাই করুন এই সব কম্বিনেশন। 

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১৫:২৭
Share: Save:
০১ ০৬
নতুন বছরে কিচেনেও আনুন একটু নতুনত্ব। প্রতি দিনের একঘেয়ে স্ন্যাকসও একটু বদলে ফেলুন। ফ্রেঞ্চ ফ্রাইজ মানেই কি সঙ্গে চাই কেচাপ? তার চেয়ে বরং ট্রাই করুন এই সব কম্বিনেশন।

নতুন বছরে কিচেনেও আনুন একটু নতুনত্ব। প্রতি দিনের একঘেয়ে স্ন্যাকসও একটু বদলে ফেলুন। ফ্রেঞ্চ ফ্রাইজ মানেই কি সঙ্গে চাই কেচাপ? তার চেয়ে বরং ট্রাই করুন এই সব কম্বিনেশন।

০২ ০৬
চকোলেট ও চিজ স্যান্ডউইচ: স্যান্ডউইচ মানে কি শুধুই চিকেন, বেকন আর লেটুস? এত দিন তাই থাকলেও নতুন বছরে স্যান্ডউইচেও থাক নতুনত্বের ছোঁয়া। চকোলেট আর চিজ দিয়ে বানিয়ে দেখুন নোনতা, মিষ্টি স্যান্ডউইচ।

চকোলেট ও চিজ স্যান্ডউইচ: স্যান্ডউইচ মানে কি শুধুই চিকেন, বেকন আর লেটুস? এত দিন তাই থাকলেও নতুন বছরে স্যান্ডউইচেও থাক নতুনত্বের ছোঁয়া। চকোলেট আর চিজ দিয়ে বানিয়ে দেখুন নোনতা, মিষ্টি স্যান্ডউইচ।

০৩ ০৬
অ্যাভোকাডো ও চকোলেট ডিপ: অ্যাভোকাডো অন্যতম স্বাস্থ্যকর ফল। চকোলেট ডিপের সঙ্গে অ্যাভোকাডোর কম্বিনেশন তাই একদিকে যেমন লোভনীয়, অন্যদিকে তেমনই পুষ্টিকর।

অ্যাভোকাডো ও চকোলেট ডিপ: অ্যাভোকাডো অন্যতম স্বাস্থ্যকর ফল। চকোলেট ডিপের সঙ্গে অ্যাভোকাডোর কম্বিনেশন তাই একদিকে যেমন লোভনীয়, অন্যদিকে তেমনই পুষ্টিকর।

০৪ ০৬
নাটেলা দোসা: দোসা মানেই ভিতরে মশলার পুর, সঙ্গে গরম সম্বর আর ঠান্ডা চাটনি। সেই একঘেয়ে স্বাদ ছেড়ে দোসা বানিয়ে ভিতের লাগিয়ে নিন নাটেলার প্রলেপ। বাচ্চাদের দারুণ লাগবে এই স্ন্যাকস।

নাটেলা দোসা: দোসা মানেই ভিতরে মশলার পুর, সঙ্গে গরম সম্বর আর ঠান্ডা চাটনি। সেই একঘেয়ে স্বাদ ছেড়ে দোসা বানিয়ে ভিতের লাগিয়ে নিন নাটেলার প্রলেপ। বাচ্চাদের দারুণ লাগবে এই স্ন্যাকস।

০৫ ০৬
আম ও লঙ্কা: আমের মিষ্টি স্বাদের সঙ্গে লঙ্কার ঝাল অনবদ্য। পাকা আমের উপর ছড়িয়ে নিন লঙ্কা গুঁড়ো। বা কুচি কুচি করে কাটা কাঁচালঙ্কা।

আম ও লঙ্কা: আমের মিষ্টি স্বাদের সঙ্গে লঙ্কার ঝাল অনবদ্য। পাকা আমের উপর ছড়িয়ে নিন লঙ্কা গুঁড়ো। বা কুচি কুচি করে কাটা কাঁচালঙ্কা।

০৬ ০৬
ওরেও ও পিনাট বাটার: দুটোই খুবই সুস্বাদু। ওরেওর ক্রিমের সরিয়ে ভরে দিন পিনাট বাটার। সঙ্গে খান দুধ। তৈরি হয়ে যাবে হেলদি স্ন্যাকস।

ওরেও ও পিনাট বাটার: দুটোই খুবই সুস্বাদু। ওরেওর ক্রিমের সরিয়ে ভরে দিন পিনাট বাটার। সঙ্গে খান দুধ। তৈরি হয়ে যাবে হেলদি স্ন্যাকস।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE