Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০১ ডিসেম্বর ২০২১ ই-পেপার

Self-care: অতিমারিতে একা থাকেন? নিজেকে ভাল রাখবেন কী ভাবে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২৪ জুন ২০২১ ১৮:০৩
রোজ সকালে উঠে বেশ কিছুটা সময় রাস্তায় দৌড়োতে যাওয়া বা পার্কে শরীরচর্চা করতে যাওয়া যেতে পারে।

রোজ সকালে উঠে বেশ কিছুটা সময় রাস্তায় দৌড়োতে যাওয়া বা পার্কে শরীরচর্চা করতে যাওয়া যেতে পারে।
ফাইল চিত্র

এ শহরে বহু মানুষেরই একার সংসার। কেউ স্বেচ্ছায় থাকেন। কেউ আবার শুধুই কাজের কারণে পরিবারের থেকে দূরে থাকেন। তাঁদের সকলে ভালবাসেন না একা সময় কাটাতে। এতদিন অত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা হতো নিয়মিত। সঙ্গে থাকত সংসারের যাবতীয় কাজ। অফিস। সব মিলে ব্যস্ততায় কাটত দিন। কিন্তু লকডাউন সে সব অভ্যাসে বদল এনেছে। অনেকের সঙ্গে যোগাযোগ কমে গিয়েছে। যার জেরে এমন বহু মানুষকে একাকিত্ব গ্রাস করছে।

কিন্তু নিজেকে ভাল রাখার পথ খুঁজতেই হবে এমন সঙ্কটের সময়ে। কী করে মন ভাল রাখবেন একা মানুষেরা? রইল সহজ কয়েকটি উপায়। যাতে মন খারাপ না হয়। আর তার প্রভাবে যেন শরীরেও কোনও ক্ষতি না হয়।

কী করবেন এ সময়ে?

Advertisement

১) প্রকৃতির সঙ্গে সময় কাটানো যায়। রোজ সকালে উঠে বেশ কিছুটা সময় রাস্তায় দৌড়োতে যাওয়া বা পার্কে শরীরচর্চা করতে যাওয়া যেতে পারে। তাতে শরীর-মন দুই ভাল থাকবে।

২) নিজের জন্য রান্না করতে ইচ্ছা করে না অনেকের। কিন্তু এই সময়ে মনের যত্ন নেওয়া শুরু করা যায় এ ভাবেও। যে সব খাবার খেতে ভালবাসেন, তা রান্না করাও শিখে নেওয়া যায়।

৩) অন্যরা পরিবারের সঙ্গে আনন্দ করছেন ভেবে মন খারাপ করবেন না। প্রয়োজনে নেটমাধ্যমে সে সব ছবি দেখা বন্ধ করুন। নিজের মতো করে সময় কাটান।

৪) পরিজনেদের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখুন। রোজ একটা সময় ঠিক করে সকলের সঙ্গে কথা বলুন।

আরও পড়ুন

Advertisement