‘‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে কে জানে’’, আবার এই প্রেমের ঘেরাটোপ থেকে কে কখন বেরিয়ে পড়ে তা বোঝাও ভারি মুশকিল। তবে প্রেম যে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে তা কিন্তু টের পাওয়া যায়। কিন্তু তবুও মন বলে ওঠে ‘যেতে নাহি দিব’। তবু ব্রেক আপের ধাক্কা বেশির ভাগ ক্ষেত্রেই বেশ সুদূরপ্রসারী হয়। কিন্তু অসম্ভব কিছুই না। তাই সম্পর্ক খাদের ধারে দাঁড়িয়ে পড়লেও তাকে সযত্নে হাত ধরে নিরাপদ স্থানে দাঁড় করানোর উপায়ও আছে।
প্রথমত সম্পর্কটা মেরামত করার আগে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। নিজেকে প্রশ্ন করে তার সঠিক উত্তর খুঁজে বার করতে পারলেই সমস্যার অনেকটা সমাধান হয়ে যায়। তাই ভেবে দেখুন, সত্যিই কি এই সম্পর্কটা আপনার কাছে আগের জায়গাতেই আছে? না কি, সত্যিই সেটা ভেঙে দেওয়ার সময় এসেছে? এ প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। ভাল করে ভেবে তবেই সিদ্ধান্ত নিন। যদি সত্যিই আপনার সম্পর্ক আপনাকে দীর্ঘ সময় ধরে আর কোনও রকমের আনন্দ না দেয়, তার মানে সেই সম্পর্ক এ বার সত্যিই শেষ হওয়া দরকার।
কিন্তু যদি পুরনো উষ্ণতা সম্পর্কে আজও ফিরিয়ে আনতে চান, তা হলে কয়েকটি কাজ করতে পারেন। ভাঙতে তো বেশি সময় লাগে না। তাই যেটা এত কষ্ট করে গড়েছিলেন সেটার জন্য না হয় শেষ এক বার চেষ্টা করেই দেখলেন!