Advertisement
০২ মে ২০২৪
Sunglass

Sunglass: রোদে পোলারাইজড কালো চশমা ব্যবহার করছেন? ঠিক করছেন কি

সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের জন্য ভীষণই ক্ষতিকর। তাই চোখ ভাল রাখতে ঠিকমতো কালো চশমা পরাও জরুরি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৩
Share: Save:

সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখকে বাঁচাতে কালো চশমা পরাটা জরুরি।কিন্তু এই কালো চশমারও রকম ফের আছে।নানা মানের কাচ তো বটেই, গত কয়েক বছর ধরে বেড়েছে পোলারাইজড কালো চশমার ব্যবহার। সূর্যের অতিবেগুনি রশ্মিকে আটকাতে এই লেন্স প্রায় ১০০ শতাংশ সক্ষম। তবে এই লেন্স ব্যবহার করার কিছু সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে।

পোলারাইজ কালো চশমাব্যবহার করার সুবিধা

১) পোলারাইজড কালো চশমার লেন্স চোখকে অনেক বেশি আরাম দেয়। রোদের ঝলকানি থাকলেও এই লেন্স পরলে সামনের জিনিস স্পষ্ট দেখা যায়।

২) পোলারাইজকালো চশমার লেন্স দিয়েই জলের নীচের অংশও পরিষ্কার ভাবে দেখা যায়।

৩) সানগ্লাস পরলে বাইরের সব রং একটু অন্যরকম লাগে? কিন্তু পোলারইজড সানগ্লাস পরলে সব রং ঠিকভাবে দেখা যায়।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পোলারাইজ কালো চশমা ব্যবহার করার অসুবিধা

১)পোলারাইজড কালো চশমা পরে থাকলে এলসিডি স্ক্রিন দেখতে একটু অসুবিধে হতে পারে।

২) এটিএম-এ টাকা তোলার সময় চোখে এই কালো চশমা থাকলে যন্ত্র ব্যবহার করতে সমস্যা হয়।

৩) বিমানচালকদের এই কালো চশমা পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

৪) পোলারাইজড কালো চশমা অন্যান্য কালো চশমার চেয়ে একটু বেশিই দামি। তাই কেনাটাও একটু অসুবিধার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sunglass Eye Problems Health
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE