Advertisement
১৯ এপ্রিল ২০২৪
FACE PACK

চেহারায় থাকবে চিরযৌবন, তাও আবার নামমাত্র খরচে! কী করে জানেন?

চেহারায় বয়সের ছাপকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন আপনি। তাও আবার একেবারেই নামমাত্র খরচে!

ত্বকের বুড়িয়ে যাওয়া ঠেকাতে আজ থেকেই শুরু করুন যত্ন।

ত্বকের বুড়িয়ে যাওয়া ঠেকাতে আজ থেকেই শুরু করুন যত্ন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১৮:০০
Share: Save:

ক্যালেন্ডারের নিয়মে বয়স তো বাড়বেই। হাজার চেষ্টা করেও তাকে আটকে রাখা যাবে না। কিন্তু চেহারায় বয়সের ছাপকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন আপনি। তাও আবার একেবারেই নামমাত্র খরচে!

চুলে পাক থেকে কুঁচকে যাওয়া ত্বক রুখতে প্রায়ই স্যাঁলোতে বেশ কিছুটা সময় কাটান অনেকেই। তবে সে সবে পকেটে চাপও পড়ে যথেষ্ট। আবার এক শ্রেণির কাছে ত্বক পরিচর্যার জন্য আলাদা করে কোনও সময় বা অর্থ থাকে না। কিন্তু ত্বকের কিছু কিছু যত্ন কমবেশি সকলেরই নেওয়া উচিত।

তা হলে কি স্যাঁলো ছাড়া গতি নেই? তা কেন? বরং বাড়িতেই বানিয়ে নিন অ্যান্টি এজিং ফেসিয়াল মাস্ক। নিয়মিত ব্যবহারে জেল্লা তো বাড়বেই, সঙ্গে চেহারায় থাকবে না বয়সের ছাপ। বিভিন্ন ত্বকের জন্য বিভিন্ন মাস্ক বিশেষ কার্যকর। কোন ত্বকের জন্য কেমন মাস্ক কাজে আসবে দেখে নিন।

আরও পড়ুন: দীর্ঘ দাম্পত্যেও সুখ অটুট রাখতে কেবল এই গুণই যথেষ্ট!

শুষ্ক ত্বকের জন্য

উপকরণ: ডিমের কুসুম, দই, মধু ও আমন্ড অয়েল।

একটি বড় পাত্রে একটি ডিমের কুসুম, এক চামচ দই, এক টেব‌্ল চামচ মধু ও এক টেব‌্ল চামচ আমন্ড অয়েল একসঙ্গে নিয়ে ভাল করে নাড়তে থাকুন।এই মিশ্রণ গাঢ় হয়ে এলে একেমুখে লাগিয়ে অন্তত দশ-পনেরো মিনিট অপেক্ষা করুন।শুকিয়ে গেলে ঠান্ডা জলে ভাল করে মুখ ধুয়ে নিন।

মধুপ্রাকৃতিক ময়েশ্চারাইজার। এটি আপনার ত্বককেনরম করবে।আমন্ড ও ডিমের কুসুম ত্বককে টানটান রাখতে সাহায্যকরে ও মৃত কোষ ঝরিয়ে ত্বককে পরিশোধিত করে।

তৈলাক্ত ত্বকের জন্য

উপকরণ: গাজর, মুসুর ডাল বাটা এবং মধু।

গাজর ভাল করে সেদ্ধ করে, চটকে তার পেস্ট বানিয়ে নিন। এ বার পেস্ট করা গাজরের সঙ্গে যোগ করুন এক চামচ মুসুর ডাল বাটা ও এক টেব্‌ল চামচ মধু। এই মিশ্রণকিছু ক্ষণ ফ্রিজে রেখে দিন। এর পর মুখ ধুয়ে এই মিশ্রণ আপনার ত্বকে লাগিয়ে মিনিট দশ রেখে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

গাজরে থাকা ভিটামিন এ এবং সি, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কুঞ্চন রোধ করে। মধু ত্বককে ময়শ্চারাইজ করার পাশাপাশিত্বকের জেল্লা বাড়ায় ও মুসুর ডাল বাটা ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে ত্বকের দাগছোপ দূর করে।

আরও পড়ুন: ঘন ঘন পেশীতে টান? কী করবেন জানেন?

সাধারণ ত্বকের জন্য

উপকরণ: মধু,অ্যাভোকোডা ও ডিমের কুসুম।

দু’চামচ মধু, এক চামচ অ্যাভোকাডো ও একটি ডিমের কুসুম একসঙ্গেমিশিয়ে নিন। এ বার ত্বক পরিষ্কার করে মুখে এই মিশ্রণটি মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন মুখ।

অ্যাভোকাডো ও ডিমের কুসুম ত্বকের মৃতকোষ ঝরিয়ে ত্বককে টানটান রাখবে। মধু ত্বকের আর্দ্রতা বাড়িয়ে জেল্লা ধরে রাখবে।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE