পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা পিসিওএস এখন আর কোনও বিরল রোগ নয়। প্রতি ১০ মেয়ের মধ্যে ১ জনের এই সমস্যা থাকে। এই রোগকে স্ত্রীরোগ চিকিৎসকেরা মূলত জীবনধারার সমস্যা বা লাইফস্টাইল ডিজিজ বলেই ব্যাখ্যা করে থাকেন। বহু মেয়ে এই সমস্যায় ভুগলেও এই রোগ সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অনেকেরই। অনলাইনে খুঁজলেই নানা তথ্য পাওয়া যায় এই রোগ নিয়ে। অথচ নেটমাধ্যমে ঘুরছে প্রচুর ভুল ধারণাও। কিছু প্রচলিত ভুল ধারণা ভেঙে নিন।
ডিম্বাসয়ে সিস্ট থাকলেই পিসিওএস
এই রোগে যেহেতু মেয়েদের ডিম্বাণু উৎপাদনে সমস্যা হয়, তাই অনেকের ক্ষেত্রে ডিম্বাসয়ের বাইরে ছোট ছোট সিস্টের একটি স্তর দেখা যায়। তবে আলট্রাসাউন্ড করিয়ে যদি দেখেন ডিম্বাসয়ের বাইরে কোনও রকম সিস্ট নেই, তার মানে এই নয় যে আপনার এই রোগ নেই। সিস্ট দেখা না গেলেও আপনার এই রোগের নানা উপসর্গ থাকতেই পারে। আবার ডিম্বাসয়ে কোনও সিস্ট থাকা মানেই সেটা পিসিওএস রোগের লক্ষণ নয়। আরও নানা কারণে সিস্ট হতে পারে।
শরীরে অবাঞ্ছিত লোম থাকবে