নানা কারণে অনেক সময়েই ঘুম কমে যায়। সেই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই সহজতম রাস্তাটি বেছে নেন। ঘুমের ওষুধ। যা খেলে সহজেই ঘুম আসবে। কিন্তু প্রথম প্রথম যে ওষুধ সহজে ঘুম পাড়িয়ে দেয়, কয়েক বছর পরে সেটিই আর ভাল ভাবে কাজ করে না। তখন আরও চড়া মাত্রার ঘুমের ওষুধের দরকার হয়।
রোজ এ ভাবে ঘুমের ওষুধ খাওয়ার ফলে কী হয়?
• ফুসফুসের সমস্যা: রোজ ঘুমের ওষুধ খেলে ফুসফুসের ক্ষমতা কমতে থাকে। অল্প পরিশ্রমেই শ্বাসকষ্ট হয়। সিঁড়ি দিয়ে ওঠা বা বেশি হাঁটাহাঁটি করতে গেলেই সমস্যা হয়। সব মিলিয়ে কমতে থাকে ফুসফুসের ক্ষমতা।