শরীর ক্লান্ত হয়ে গেলে হাই ওঠে। শরীরে জমা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসে মুখ দিয়ে। কিন্তু এটি জোর করে থামিয়ে দিলে কী হবে? তাতে কি ক্লান্তি কমবে, না কি বাড়বে?
সম্প্রিত বেলর বিশ্ববিদ্যালয়ের শরীরবিদ্যা বিভাগের গবেষকরা হাই তোলা নিয়ে এক গবেষণা চালিয়েছেন। দেখা গিয়েছে, জোর করে হাই চেপে দিলে, শরীরের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়।
কিন্তু হাই তোলা মানে কি ক্লান্তি বেড়ে যাওয়া? হালের এই গবেষণায় বলা হয়েছে, মোটেই তা নয়। হাই হল শরীরের এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর ক্লান্তি কাটানোর চেষ্টা করে। দেখা গিয়েছে, হাই তোলার সঙ্গে সঙ্গে শরীরে এমন কিছু হরমোনের মাত্রা বাড়ে, যেগুলি সজাগ হতে সাহায্য করে, হৃদ্যন্ত্রে রক্তপ্রবাহ বাড়ায়।