বাড়ি থেকে কাজ করছেন। বছর খানেক প্রায় অফিসে যাওয়াই হয়নি। কাজেও অসুবিধা আর আগের মতো হচ্ছে না। দিব্যি অভ্যাস হয়ে গিয়েছে এই নতুন ব্যবস্থায় চলাফেরা। কিন্তু মাঝেমাঝে পিঠ-কোমরে ব্যথা হচ্ছে কি? ভাবছেন চেয়ার বদলে ফেললেই ঠিক হয়ে যাবে। নতুন চেয়ারও খুঁজতে শুরু করেছেন অনলাইন বিপণিতে। সত্যিই এত সহজ কি বিষয়টি?
এই সমস্যা আসলে আরও গুরুতর বলেই মনে করেন চিকিৎসকরা। কারণ বাড়ি থেকে টানা কাজ শিরদাঁড়ায় অপূরণীয় ক্ষতি করছে বলেই বক্তব্য চিকিৎসকদের একাংশ। পিঠ ব্যথা দিয়ে শুরু হওয়া এই সমস্যা কত গুরুতর, তা সকলে প্রথমের দিকে টের পাচ্ছেন না। কিন্তু শিরদাঁড়ায় অস্ত্রোপচার করতে হওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়েছে এ দেশে।
বাড়ি থেকে কাজ করার এই রীতি সার্বিক ভাবে কর্ম সংস্কৃতিতে বদল এনেছে। আগে সকলে কাজের জন্য বেরোতেন। কিছুটা যাতায়াত করতে হত। কাজ শেষ করে আবার নির্দিষ্ট সময়ে ফিরতেন। এখন সে সবের বালাই নেই। কাজ শুরু এবং শেষের কোনও সময় বাঁধা নেই। সর্বক্ষণ চলছে কাজ। আর তাতেই হচ্ছে শারীরিক ক্ষতি। স্নান, খাওয়া, ঘুমের কোনও নিয়ম থাকছে না। অতিরিক্ত এই চাপ দিনের পর দিন বহন করতে হচ্ছে শিরদাঁড়ারই।