Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বাতানুকূল যন্ত্র খারাপ, বন্ধ ‘ওটি’

একাধিক বাতানুকূল যন্ত্র বিকল হয়ে পড়ায় গত তিন মাস ধরে রায়গঞ্জ জেলা হাসপাতালের সাধারণ অপারেশন থিয়েটারে (ওটি) অস্ত্রোপচারের কাজ বন্ধ হয়ে রয়েছে।

নিজস্ব সংবাদদাতা
রায়গঞ্জ শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৫ ০২:১১
Share: Save:

একাধিক বাতানুকূল যন্ত্র বিকল হয়ে পড়ায় গত তিন মাস ধরে রায়গঞ্জ জেলা হাসপাতালের সাধারণ অপারেশন থিয়েটারে (ওটি) অস্ত্রোপচারের কাজ বন্ধ হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্রসূতিদের ওটিতে সব ধরনের রোগীদের অস্ত্রোপচারের কাজ করছেন। হাসপাতাল সূ্ত্রের খবর, পরিকাঠামোর অভাবে ওটি-তে এক সঙ্গে তিন জনের বেশি রোগীর অস্ত্রোপচার হয় না। তাতেও নানা সমস্যা তৈরি হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মার্চ মাসের মাঝামাঝি সময়ে হাসপাতালের তিন তলার সাধারণ ওটি-র ৩টি এ সি যন্ত্র শর্ট সার্কিটের কারণে বিকল হয়ে যায়। ওটি-তে পরিকাঠামোগত সমস্যা থাকায় চিকিত্সকেরা জুন মাস পর্যন্ত বাতানুকূল যন্ত্র ছাড়াই রোগীদের অস্ত্রোপচার করছেন। তবে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রচণ্ড গরমের কারণে সেখানে আর চিকিত্সকের পক্ষে অস্ত্রোপচার কাজ করা সম্ভব হচ্ছে না। এর পরে প্রসূতিদের জন্য যে ও টি রয়েছে, সেখানে সব ধরনের রোগীদেরই অস্ত্রোপচারের কাজ করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সোমনাথ চট্টোপাধ্যায়ের দাবি, ‘‘গত ছয় মাসে টেকনিসিয়ানরা বিকল এ সি যন্ত্রগুলি একাধিকবার চেষ্টা করেও মেরামত করতে পারেননি। সেগুলি একেবারেই নষ্ট হয়ে গিয়েছে। গত এপ্রিল মাসে হাসপাতালের তরফে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে চারটি নতুন বাতানুকূল যন্ত্র চেয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। ওই যন্ত্র না থাকায় চিকিত্সকদের পক্ষে সাধারণ ওটিতে অস্ত্রোপচারের কাজ করা সম্ভব নয়।’’

উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জনকুমার মজুমদার বলেন, ‘‘প্রশাসনিক কিছু সমস্যার কারণে রাজ্য স্বাস্থ্য দফতরের বাতানুকূল যন্ত্র বরাদ্দ করতে দেরি হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’’

হাসপাতাল সূত্রের খবর, পরিস্থিতি স্বাভাবিক থাকাকালীন সাধারণ ওটিতে পুরুষ ও মহিলা রোগীদের সব ধরনের অস্ত্রোপচার সহ দুর্ঘটনায় জখম রোগীদেরও অস্ত্রোপচার হত। ওই ওটিতে এক সঙ্গে ৬ জন রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে। ওটিটি চালু থাকাকালীন প্রতিদিন গড়ে ২০ জন করে রোগীর অস্ত্রোপচার করা হত। তবে বর্তমানে চালু থাকা একমাত্র ওটিতে এক সঙ্গে ৩ জনের বেশি রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা নেই। প্রতিদিন গড়ে ২৫ থেকে ২০ জন রোগীর অস্ত্রোপচার করা হচ্ছে। অস্ত্রোপচারের জন্য রোগীদের ভিড় লেগে থাকায় প্রতিদিনই বহু রোগীকে অস্ত্রোপচারের আগে ওই ওটি সহ বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘক্ষণ ফেলে রাখা হয় বলে অভিযোগ।

ইটাহারের বালিয়াপাড়া এলাকার বাসিন্দা মহম্মদ জাকিরের স্ত্রী রেজিনাবিবি গত বুধবার দুপুর দেড়টা নাগাদ অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তান প্রসব করেন। জাকিরবাবুর দাবি, ওইদিন বেলা ১১টা নাগাদ হাসপাতালের প্রসূতি বিভাগে তাঁর স্ত্রীর অসহ্য প্রসব যন্ত্রণা শুরু হয়। সাড়ে ১১টা নাগাদ তাঁর স্ত্রীকে প্রসব ওটি-তে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘‘ওটিতে রোগীদের অস্ত্রোপচারের ভিড় লেগে থাকায় ওই দিন আমার স্ত্রীকে দুঘন্টা ওটিতে ফেলে রাখা হয়েছিল।’’

গত মঙ্গলবার রাতে রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা গোপাল দেবের ২৩ বছর বয়সী ছেলের উপর বাড়ির সামনেই এক দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। তাঁর পেটে আঘাত লাগে। গোপালবাবু বলেন, ‘‘রাত থেকেই ওটিতে একের পর এক অস্ত্রোপচার চলতে থাকায় থাকায় প্রায় ১৪ ঘন্টা ওয়ার্ডে অপেক্ষা করার পর পর দিন দুপুরে ছেলের অস্ত্রোপচার হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE