Advertisement
২৩ এপ্রিল ২০২৪

পিরিয়ড নিয়ে টেনশন? অ্যাপ দিচ্ছে সমাধান

পিরিয়ড নিয়ে কি সবসময় টেনশনে থাকেন আপনি? মাসের ওই বিশেষ দিনগুলো কবে আসবে তা হয়তো সবসময় মনে থাকে না। ফলে বাড়িতে বা কাজের জায়গায় অস্বস্তিতে পড়তে হয়। তবে আর চিন্তা নেই। আপনার হয়ে এ সব এ বার ভাবে অন্য কেউ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৫ ১৭:০২
Share: Save:

পিরিয়ড নিয়ে কি সবসময় টেনশনে থাকেন আপনি? মাসের ওই বিশেষ দিনগুলো কবে আসবে তা হয়তো সবসময় মনে থাকে না। ফলে বাড়িতে বা কাজের জায়গায় অস্বস্তিতে পড়তে হয়। তবে আর চিন্তা নেই। আপনার হয়ে এ সব এ বার ভাবে অন্য কেউ। শুধু মোবাইলে ডাউনলোড করে নিন ‘পিরিয়েড ট্রাকার’ অ্যাপ। ব্যস, আপনি চিন্তামুক্ত।

কী ভাবে কাজ করবে অ্যাপটি?

১) এই বিশেষ অ্যাপটি আপনাকে পিরিয়ডের দিন আসার আগেই মনে করিয়ে দেবে।

২) আপনার পিরিয়ডের নানান খুঁটিনাটির বিষয়ে খায়াল রাখবে।

৩) নির্দিষ্ট করে দেবে আপনার সুরক্ষিত সময়সীমা। যখন যৌনমিলন ঘটলেও সন্তানধারণের সম্ভবনা প্রায় থাকবে না।

চারটি অপশন

পিরিয়ড ট্র্যাকার এমন একটি অ্যাপ যেখানে চারটি অপশন রয়েছে৷ প্রতিটি অপশন আলাদা আলাদা ভাবে কাজ করবে।

১) ক্লু

পিরিয়ডের ডেট আগে থেকে মনে করাবে ক্লু।

২) আইপিরিয়ড

আইপিরিয়ড গর্ভপাত সংক্রান্ত তথ্য দেবে।

৩) পি-ট্র্যাকার

সেফ টাইমিং-এর কথা আপনাকে জানাবে পি-ট্র্যাকার।

৪) পিরিয়ড ডায়েরি

পিরিয়ড সংক্রান্ত নানান সমস্যার উত্তর পাওয়া যাবে পিরিয়ড ডায়েরি থেকে।

কারা এই সুবিধা বেশি পাবেন?

১) কর্মরতারা অনেক সময়ই পিরিয়ডের সমস্যায় বাড়ির বাইরে অস্বস্তিতে পড়েন। তাঁদের ক্ষেত্রে এই অ্যাপ গুরুত্বপূর্ণ।

২) অনেক অল্পবয়সীদের পিরিয়ড নিয়ে নানা প্রশ্ন থাকে। সেই সমস্যারও সমাধান করবে এই অ্যাপ।

এই সংক্রান্ত আরও খবর...

হাঁটলে এবার টাকা দেবে অ্যাপ!
একাকী বয়স্কদের সুস্থ জীবনযাপনে সাহায্য করবে অ্যাপ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Period Tracker apps women girl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE