Advertisement
২০ এপ্রিল ২০২৪

দুই আম আদমির লড়াইয়ের মাঝখানে মমতা

আসন্ন লোকসভা নির্বাচনে দেশ জুড়ে এক আম আদমির সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন অন্য এক আম আদমি। অণ্ণা হজারে বনাম অরবিন্দ কেজরীবাল! যে লড়াইয়ের কেন্দ্রস্থলে থাকছেন ‘মা মাটি মানুষের’ প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৩২
Share: Save:

আসন্ন লোকসভা নির্বাচনে দেশ জুড়ে এক আম আদমির সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন অন্য এক আম আদমি। অণ্ণা হজারে বনাম অরবিন্দ কেজরীবাল! যে লড়াইয়ের কেন্দ্রস্থলে থাকছেন ‘মা মাটি মানুষের’ প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রীর মাধ্যমে গোটা দেশে প্রার্থী দিতে চায় টিম-অণ্ণা। সূত্রের খবর, কোন রাজ্যে কত প্রার্থী দেওয়া হবে, তা স্থির হবে আগামী মাসের মাঝামাঝি। পশ্চিমবঙ্গ ছাড়া অন্তত ২০০টি আসনে এ বার লড়বে তৃণমূল। ১২ মার্চ রামলীলা ময়দানে একটি ‘নজিরবিহীন’ জনসভা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেখানে একই মঞ্চ ভাগ করে দেশকে ‘বদলানোর’ ডাক দেবেন মমতা এবং অণ্ণা।

তৃণমূল এবং টিম অণ্ণার বর্তমান ওয়ার রুম হিসেবে ১৪১ সাউথ অ্যাভিনিউতে তিন কামরার একটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে। এটি নয়াদিল্লিতে মুকুল রায়ের বাসভবন তথা তৃণমূলের দলীয় কার্যালয়ের পাশেই। এই দু’টি বাড়ির সামনেই এখন মানুষের ঢল। এক দিকে চলছে ‘দুর্নীতির দাগহীন’ প্রার্থী খোঁজার চেষ্টা, অন্য দিকে আসন্ন জনসভাকে সফল করে তোলার প্রস্তুতি। মমতাকে নিয়ে দশটি গানের একটি সিডি প্রকাশের কাজও চলছে। জানা গিয়েছে, জনসভার দিন ময়দান জুড়ে ওই সিডি বাজানো হবে। শুধু বাংলাই নয়, ভোজপুরি এবং হিন্দিতেও গান বাঁধা হচ্ছে! রামলীলার বক্তৃতাকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরতে গিয়ে আর এক বঙ্গসন্তানের প্রসঙ্গও তুলবেন অণ্ণা। সুভাষচন্দ্র বসু। অণ্ণার প্রচারের অন্যতম থিম সুভাষচন্দ্রের পর দীর্ঘদিনের অপেক্ষা সাঙ্গ করে আর এক বাঙালিকে লালকেল্লায় নিয়ে যাওয়ার সুযোগ পাওয়া গিয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে।

ওয়ার রুমে বসেছে খান পঁচিশেক কম্পিউটার, অন্তত কুড়ি জন যেখানে নিরলস ভাবে কাজ করে চলেছেন। এক তৃণমূল নেতার কথায়, “অণ্ণা মমতাকে বলেছেন যে, ইতিমধ্যেই সাড়ে বারো লক্ষ সমর্থকের তথ্যপঞ্জি তৈরি হয়ে গিয়েছে।” উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, পঞ্জাব ও উত্তরাখণ্ডে যত বেশি সংখ্যক প্রার্থী দেওয়া সম্ভব, সেটাই দেওয়ার পরিকল্পনা রয়েছে। মহারাষ্ট্রে মোট ৪৮টি আসনের মধ্যে কমপক্ষে ১৫টি আসনে তৃণমূল লড়বে বলে জানা গিয়েছে। দিল্লিতে ৭টি লোকসভা আসনে প্রার্থী দেওয়া তো হবেই, চেষ্টা চলছে বিধানসভার ভোটে ৭০টি আসনেই লড়ার। দিল্লিতেই কেজরীবালের সঙ্গে আসল লড়াইটা হবে টিম-অণ্ণার। গুরু-শিষ্যের এই যুদ্ধে হজারে-পন্থীরা সিদ্ধান্ত নিয়েছেন, অপরাধ বা দুর্নীতির সঙ্গে তিলমাত্র যুক্ত এমন কোনও ব্যক্তিকে টিকিট দেওয়া হবে না। তাঁদের দাবি, আশাভঙ্গ হয়ে আপ থেকে মানুষ ভিড় করছেন অণ্ণার দরবারে। সূত্রের খবর, ১২ তারিখ জাতীয় রাজনীতিতে লড়াইয়ের জন্য একটি নির্দিষ্ট নীতি ঘোষণা করবেন মমতা। তাতে থাকবে অণ্ণার ১৭ দফা কর্মসূচি। এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধের প্রসঙ্গও।

মমতা-অণ্ণা নতুন অক্ষকে আজ কটাক্ষ করেন লালুপ্রসাদ। আজ এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজে থেকেই পশুখাদ্য কেলেঙ্কারির নায়ক বলেন, “মমতা পুতুলের মতো শান্ত বসে রয়েছেন, আর অণ্ণা তাঁকে সততার সার্টিফিকেট দিচ্ছেন! হায় এমন দৃশ্যও দেখতে হল!” এমন আক্রমণ আসতে পারে বুঝেই অণ্ণা গত ১৯ তারিখ মমতার সঙ্গে যৌথ নির্বাচনী অভিযানের কথা ঘোষণার পরে বলেছিলেন, “আমি মমতাকে সমর্থন করায় বহু লোক উল্টোপাল্টা কথা বলবে, পাথর ছোড়ার চেষ্টা করবে। কিন্তু যে গাছ ফল দেয়, সেই গাছেই লোকে পাথর ছোড়ে বেশি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

arvind kejiriwal anna hazara, mamata
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE