Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিহারে নদীতে ডুবে মৃত ১২

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ওই নদীতে ডুবে যায় একটি নৌকা। তাতে ৩০ জন যাত্রী ছিলেন। পাঁচ জনকে উদ্ধার করেন এলাকাবাসী। বিকেল পর্যন্ত ৩ মহিলার দেহের হদিস মিলেছে।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ০২:২৩
Share: Save:

বিহারে পৃথক দু’টি ঘটনায় নদীতে ডুবে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। প্রথম ঘটনাটি ঘটে সমস্তীপুরের বাগমতী নদীতে। পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ওই নদীতে ডুবে যায় একটি নৌকা। তাতে ৩০ জন যাত্রী ছিলেন। পাঁচ জনকে উদ্ধার করেন এলাকাবাসী। বিকেল পর্যন্ত ৩ মহিলার দেহের হদিস মিলেছে। তল্লাশি চলছে। নৌকার সওয়ারিরা গবাদি পশুর খাবারের খোঁজে যাচ্ছিলেন। ওই দুর্ঘটনার পরপরই পটনার ফতুহায় গঙ্গায় কয়েক জনের তলিয়ে যাওয়ার খবর ছড়ায়। পুলিশ জানায়, মস্তানা ঘাটে চড়ুইভাতি করতে গিয়েছিলেন সকলে। গঙ্গায় স্নান করতে নামেন তাঁরা। আচমকা কয়েক জন তলিয়ে যান। সন্ধে পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, দু’সপ্তাহ আগে সারন জেলায় গণ্ডক নদীতে তলিয়ে যায় একটি নৌকা। ডুবে যান ৬ জন। নজরদারির অভাবেই বার বার এমন কাণ্ড ঘটছে বলে রাজ্যবাসীর একাংশের নালিশ। তবে রাজ্য প্রশাসন সে কথা মানতে নারাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

drown Death Bihar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE