Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শিক্ষক-মৃত্যুতে স্তব্ধ কাশ্মীর

পুলওয়ামা হামলায় জড়িত থাকার অভিযোগে রিজ়ওয়ানকে গ্রেফতার করেছিল পুলিশ।

বৃষ্টি থেকে বাঁচতে স্তব্ধ শ্রীনগরে সিআরপি জওয়ানদের আশ্রয় দোকানের কাছে। ছবি: পিটিআই।

বৃষ্টি থেকে বাঁচতে স্তব্ধ শ্রীনগরে সিআরপি জওয়ানদের আশ্রয় দোকানের কাছে। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০৩:১৭
Share: Save:

পুলিশ হেফাজতে শিক্ষক আসাদ রিজ়ওয়ান পণ্ডিতের মৃত্যু ঘিরে আজ স্তব্ধ রইল উপত্যকা।

পুলওয়ামা হামলায় জড়িত থাকার অভিযোগে রিজ়ওয়ানকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে তাঁকে পুলিশ হেফাজতে ‘ঠান্ডা মাথায় খুন’ করা হয়েছে বলে দাবি ওই শিক্ষকের পরিবারের। ঘটনার প্রতিবাদে এ দিন হরতালের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদীরা। শ্রীনগর-সহ উপত্যকার সব শহরেই বন্ধ ছিল স্কুল-কলেজ, দোকানপাট। দক্ষিণ কাশ্মীরে বন্ধ রাখা হয়েছিল মোবাইল ইন্টারনেট। বিক্ষোভের আশঙ্কায় শ্রীনগর ও দক্ষিণ কাশ্মীরে মোতায়েন ছিল অতিরিক্ত বাহিনী। সরকারি যানবাহন চলেনি। তবে যাতায়াত করেছে ব্যক্তিগত গাড়ি, ট্যাক্সি, অটো।

কাশ্মীরি ব্যবসায়ী শাকিল কালান্দরের মতে, ‘‘হরতাল আর কার্ফুর জেরে গত তিন দশকে কাশ্মীরে ২ লক্ষ ২০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা দেশের অন্য প্রান্তে সরে যাচ্ছেন।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Asad Rizwan Pandit Police Custody
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE