Advertisement
২৪ এপ্রিল ২০২৪

১৮ জন বিধায়কের সদস্যপদ খারিজ করল মাদ্রাজ হাইকোর্ট

টিটিভি দিনকরনের ঘনিষ্ঠ এডিএমকের ১৮ জন বিধায়কের সদস্যপদ খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ০৩:০৬
Share: Save:

টিটিভি দিনকরনের ঘনিষ্ঠ এডিএমকের ১৮ জন বিধায়কের সদস্যপদ খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট।

যার ফলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পলানীস্বামীর কুর্সি আরও মজবুত হল।

জয়ললিতার মৃত্যু এবং শশীকলার জেলযাত্রার পরে একের পর এক নাটকীয় ঘটনা ঘটেছে তামিলনাড়ুর শাসক শিবিরে।

মুখ্যমন্ত্রী পলানীস্বামী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনীরসেলভমের মধ্যে আপাতত ঐক্য থাকলেও পৃথক দল গড়েছেন শশীকলার ভাইপো টিটিভি দিনকরন। এডিএমকের ওই ১৮ জন বিধায়কের সমর্থন ছিল তাঁর দিকেই। এ দিন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এম সত্যনারায়ণ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির ১৪ জুনের নির্দেশকে বহাল রেখেই তাঁর রায় শোনান। খারিজ হয়ে যায় ওই বিধায়কদের পদ। গত বছর ১৮ সেপ্টেম্বর ১৮ জনের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়েছিল। তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর প্রতি অনাস্থা প্রকাশ করেছিলেন।

রায় ঘোষণার পরেই দিনকরনের ঘনিষ্ঠ বিধায়কেরা দ্রুত উপনির্বাচনের দাবি তুলেছেন। তামিলনাড়ুতে এই মুহূর্তে ২০টি বিধানসভা আসন খালি পড়ে রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MLA Madras High court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE