Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Babbar Khalsa

বব্বর খালসার ২ জঙ্গি ধৃত দিল্লিতে

দিল্লি পুলিশ জানিয়েছে, গত শনিবার নির্দিষ্ট সূত্রে খবর আসে যে উত্তর-পশ্চিম দিল্লির কাছে বড় মাপের অস্ত্রশস্ত্রের হাতবদল হওয়ার কথা রয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৫
Share: Save:

নিষিদ্ধ শিখ জঙ্গি গোষ্ঠী বব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এর দুই সদস্যকে গত শনিবার দিল্লিতে গ্রেফতার করল পুলিশ। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নির্দেশে কোনও ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে তারা পঞ্জাব থেকে দিল্লিতে এসেছিল বলে আজ বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, গত শনিবার নির্দিষ্ট সূত্রে খবর আসে যে উত্তর-পশ্চিম দিল্লির কাছে বড় মাপের অস্ত্রশস্ত্রের হাতবদল হওয়ার কথা রয়েছে। সেই মতো গত শনিবার রাতে বুরারি থেকে মজলিস পার্ক এলাকায় নজরদারি শুরু করা হয়। নির্দিষ্ট এলাকার আশেপাশে ওই দুই ব্যক্তি চিহ্নিত হওয়া মাত্রই তাদের পাকড়াও করার চেষ্টা করলে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। কয়েক রাউন্ড গুলি বিনিময়ের পরে অবশ্য আত্মসমর্পণ করে দু’জন।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ভূপেন্দ্র সিংহ ও কুলবন্ত সিংহ। লুধিয়ানার বাসিন্দা ওই দুই জঙ্গির কাছ থেকে সাতটি পিস্তল ও ৪৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। ধৃতদের মোবাইলে খলিস্তান আন্দোলন সম্পর্কিত একাধিক ভিডিয়ো পাওয়া গিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ভূপেন্দ্র শ্রমিক হিসেবে বিভিন্ন দেশে কাজ করেছেন। ২০১৬ সালে সৌদি আরবে গেলে খলিস্তান আন্দোলনকারীদের সংস্পর্শে আসে সে। এর পরেই ভারতে ফিরে এসে বব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)-এ যোগদান করে। কয়েক বছর ওই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র।

তদন্তে কুলবন্ত জানিয়েছে, খলিস্তান আন্দোলনের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন গোষ্ঠী পাকিস্তান, সৌদি আরব ও ব্রিটেন থেকে তাদের অর্থ সাহায্য করত। বিকেআই নিষিদ্ধ হওয়ায় ‘জঠ্ঠা বীর খালসা’ নামে একটি সংগঠন খেলার পরিকল্পনা নিয়েছিল কুলবন্তেরা। অনুদান পেতে যাতে সমস্যা না হয় সে কারণেই ওই নতুন সংগঠন খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Babbar Khalsa Delhi Police Militants
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE