Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National News

হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ রুরকি আইআইটির ৩৫ ছাত্র-সহ ৪৫ জন

কয়েক দিন আগে হিমাচলের লাহুল-স্পিতি জেলায় ট্রেকিংয়ে যায় উত্তরাখণ্ডের রুরকি আইআইটি’র ৩৫ জন ছাত্র-সহ ৪৫ জনের একটি দল। হাম্পা পাসে ট্রেকিংয়ের পর তাঁদের মানালি আসার কথা ছিল। কিন্তু সোমবার থেকেই ওই দলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

হিমাচলে ভারী তুষারপাতে আটকে পড়েছে একটি গাড়ি। ছবি: এএনআই-এর টুইটার হ্যান্ডল থেকে

হিমাচলে ভারী তুষারপাতে আটকে পড়েছে একটি গাড়ি। ছবি: এএনআই-এর টুইটার হ্যান্ডল থেকে

সংবাদ সংস্থা
সিমলা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৭
Share: Save:

হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে গিয়ে রুরকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) ৩৫ জন ছাত্র-সহ অন্তত ৪৫ জন নিখোঁজ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।। সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। সোমবার থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। উদ্বেগে রয়েছেন নিখোঁজের পরিবার-পরিজনরা। উদ্বিগ্ন রুরকি আইআইটি কর্তৃপক্ষও। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে হিমাচল প্রশাসন। প্রবল তুষারপাতের জেরে কোনও বিপত্তি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।

জানা গিয়েছে, কয়েক দিন আগে হিমাচলের লাহুল-স্পিতি জেলায় ট্রেকিংয়ে যায় উত্তরাখণ্ডের রুরকি আইআইটি’র ৩৫ জন ছাত্র-সহ ৪৫ জনের একটি দল। হাম্পতা পাসে ট্রেকিংয়ের পর তাঁদের মানালি আসার কথা ছিল। কিন্তু সোমবার থেকেই ওই দলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

ওই দলে থাকা এক ছাত্রের বাবা রাজবীর সিংহ জানিয়েছেন, ‘‘রবিবারও কথা হয়েছিল। কিন্তু সোমবার অনেক চেষ্টা করেও কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। স্বাভাবিক ভাবেই আমরা প্রচণ্ড উদ্বেগের মধ্যে রয়েছি।

আরও পড়ুন: মামলা না তুললে বিবস্ত্র করে ঘোরানো হবে, সালিশি সভায় হুমকি ধর্ষিতাকে

আরও পড়ুন: ব্যাঙ্কের ৫,৩৮৩ কোটি টাকা হাতিয়ে এ বার গুজরাতের ব্যবসায়ী নাইজেরিয়ায়

হিমাচলের আবহাওয়া দফতর সূত্রে খবর, মানালির কাছাকাছি ওই এলাকায় গত কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে। পাশাপাশি গত কয়েক দিনে আরও বেশ কিছু এলাকায় ভারী তুষারপাত, বৃষ্টি, ধসে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা হিমাচল প্রদেশ। এখনও পর্যন্ত জলে ভেসে বা ধসে চাপা পড়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। কুলু কাংড়া, চাম্বা জেলায় ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল কলেজ। কুলুতে প্যারাগ্লাইডিং-সহ সমস্ত রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE