Advertisement
২৩ এপ্রিল ২০২৪

হোটেলে আগুন, লখনউয়ে মৃত ৫

হোটেলে আগুন লেগে লখনউয়ের চারবাগ এলাকায় মৃত্যু হল এক শিশু ও এক মহিলা-সহ ৫ জনের। হোটেল কর্মী-সহ ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও গুরুতর জখমদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।

পুড়ে খাক সেই হোটেল। ছবি সৌজন্য: ফেসবুক

পুড়ে খাক সেই হোটেল। ছবি সৌজন্য: ফেসবুক

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২০ জুন ২০১৮ ০২:৪৪
Share: Save:

হোটেলে আগুন লেগে লখনউয়ের চারবাগ এলাকায় মৃত্যু হল এক শিশু ও এক মহিলা-সহ ৫ জনের। হোটেল কর্মী-সহ ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও গুরুতর জখমদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে হোটেল ‘বিরাট ইন্টারন্যাশনাল’-এর বেসমেন্টে। মুসাফিরখানার কাছে দুধমন্ডি এলাকার সরু গলির ভিতর হোটেলটি। লাগোয়া ‘এসএসজে ইন্টারন্যাশনাল’ হোটেল অবধি পৌঁছে যায় আগুন। দমকলের ১৫টি গাড়ি দু’ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দুটি হোটেলই সম্পূর্ণ পুড়ে যায়।

লখনউ পুলিশের এক কর্তা বিকাশ ত্রিপাঠি জানিয়েছেন, হোটেলের ভিতরে আটকে পড়ায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই পাঁচ জনের। মৃতদের মধ্যে রয়েছে মাহের নামে এক শিশু। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি চার। তাঁদের দেখতে হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী রীতা বহুগুণা যোশী। তিনি বলেছেন, ‘‘আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করব।’’ প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হোটেলটিতে আগুন নেভানোর সব ব্যবস্থা ‌ছিল। কিন্ত তা কী ভাবে ব্যবহার করতে হয় তা জানা ছিল না কর্মীদের। আগুন দেখেই আতঙ্কে হোটেলের মালিক ও বেশ কয়েক জন কর্মী পালিয়ে যান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fire Hotel Lucknow Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE