Advertisement
২৫ এপ্রিল ২০২৪

৫০টি কুকুরকে জীবন্ত পুড়িয়ে মারা হল!

প্রথমে বিষ মেশানো খাবার খাওয়ানো, তার পর প্রমাণ লোপাট করতে ছটফট করা দেহগুলিতে কেরোসিন ছড়িয়ে আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে মারা। রাস্তায় ঘুরে বেড়ানো ৫০টি কুকুরকে এমন নৃশংস ভাবে মেরে ফেলা হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ জুন ২০১৬ ২১:০৪
Share: Save:

প্রথমে বিষ মেশানো খাবার খাওয়ানো, তার পর প্রমাণ লোপাট করতে ছটফট করা দেহগুলিতে কেরোসিন ছড়িয়ে আগুন ধরিয়ে জীবন্ত পুড়িয়ে মারা। রাস্তায় ঘুরে বেড়ানো ৫০টি কুকুরকে এমন নৃশংস ভাবে মেরে ফেলা হয়েছে। চেন্নাইয়ের মেলমারুভাথুর নামে এক গ্রামে গ্রামবাসীদের বিরুদ্ধে এতগুলি কুকুরকে একসঙ্গে মারার অভিযোগ পেয়ে তদন্ত নেমেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত ঘটনায় জড়িতদের খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগে পি অসওয়াথ নামে চেন্নাইয়ের এক পশুপ্রেমীর কাছে একটি ফোন আসে। ওই গ্রামেরই এক বাসিন্দা তাঁকে ফোনে ঘটনাটির কথা জানান। চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরের ওই গ্রামে ততক্ষণাৎ ছুটে যান তিনি। কিন্তু, তত ক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। শুধু আধপোড়া কয়েকটি কুকুরের মৃতদেহ নজরে আসে তাঁর। হাজার খোঁজ খবর করেও কোনও কিনারা পাচ্ছিলেন না তিনি। গ্রামের লোকেরাও মুখে কুলুপ এঁটেছিলেন। কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকেও। শেষে গ্রামের কয়েক জন তাঁকে জানান, খেত-খামারে চড়ে বেড়ানো ভেড়া আর ছাগলদের উপরে হামলা করে তাদের জখম করছিল এই কুকুরগুলি। এমনকী, কুকুরের কামড়ে অনেক পশুর মৃত্যুও হয়েছে। এর পরই গ্রামবাসীরা কুকুর নিধনের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: কব্জি কাটা ছবি দিয়ে ফেসবুকে সুইসাইড নোট পোস্ট!

অসওয়াথ জানান, আশেপাশের গ্রাম থেকে খুঁজে খুঁজে মোট ৫০টি কুকুরকে মেরে ফেলা হয়। তাদেরকে বিষাক্ত খাবার খাওয়ানো হয়। তার পর প্রমাণ লোপাট করতে দেহগুলি পুড়িয়ে দেওয়া হয়। সেই আধপোড়া কয়েকটি দেহ নিয়েই তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dogs burnt alive
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE