Advertisement
১৬ এপ্রিল ২০২৪

চাষির নামে ৫৪০০ কোটি টাকার ঋণ!

রত্নাকর গাট্টা নামে ওই ব্যবসায়ী টাকা অন্য অ্যাকাউন্টে পাচারও করে দিয়েছেন। মহারাষ্ট্রের পরভণী জেলার গঙ্গাখেদ সুগার অ্যান্ড এনার্জি লিমিটেডের মালিক রত্নাকর।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৮ ০৪:৫৩
Share: Save:

নীরব মোদী কাণ্ডের পরে ফের এক নতুন কেলেঙ্কারির খোঁজ।

মহারাষ্ট্র বিধান পরিষদের বিরোধী দলনেতা ধনঞ্জয় মুন্ডে মঙ্গলবার অভিযোগ এনেছেন, ভুয়ো তথ্য দিয়ে চাষিদের নামে ব্যাঙ্ক থেকে প্রায় ৫৪০০ কোটি টাকা ঋণ নিয়েছেন মহারাষ্ট্রের এক ব্যবসায়ী। রত্নাকর গাট্টা নামে ওই ব্যবসায়ী টাকা অন্য অ্যাকাউন্টে পাচারও করে দিয়েছেন। মহারাষ্ট্রের পরভণী জেলার গঙ্গাখেদ সুগার অ্যান্ড এনার্জি লিমিটেডের মালিক রত্নাকর। বিধান পরিষদে এনসিপি নেতা মুন্ডের অভিযোগ, ২০১৫ সালে গঙ্গাখেদ সুগার একটি প্রকল্পকে সামনে রেখে ৬০০ জন চাষির নামে ঋণ নিয়েছিল।
পরে সেই টাকা পাচার করে দেন ওই ব্যবসায়ী। টাকার লেনদেনের জন্য রত্নাকর তৈরি করেছিলেন ২২টি ভুয়ো সংস্থা। মুন্ডে জানান, রত্নাকরের বিরুদ্ধে এফআইআর হলেও তাঁকে গ্রেফতার করা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Money Loan Fake Information
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE