Advertisement
১৬ এপ্রিল ২০২৪
National News

গুপ্তচর সন্দেহে দিল্লি থেকে ধৃত চিনা নাগরিক! মিলল আধার কার্ড ও ভারতীয় পাসপোর্ট

১৩ সেপ্টেম্বর দিল্লি এবং গুরুগ্রাম— দুই জায়গাতেই অভিযান চালান দিল্লি পুলিশের বিশেষ বিভাগের গোয়েন্দারা। গুরুগ্রামের অফিস থেকে চার্লির একটি এসইউভি-সহ বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করেছেন পুলিশ আধিকারিকেরা।

অভিযুক্তকে ধরতে দিল্লি এবং গুরুগ্রাম, দুই জায়গাতেই অভিযান চালান দিল্লির পুলিশকর্মীরা। ছবি: প্রতীকী ছবি।

অভিযুক্তকে ধরতে দিল্লি এবং গুরুগ্রাম, দুই জায়গাতেই অভিযান চালান দিল্লির পুলিশকর্মীরা। ছবি: প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৪৬
Share: Save:

খাস রাজধানীর বুকে গুপ্তচর চক্রের হদিশ পেল পুলিশ। এমনটাই দাবি দিল্লি পুলিশের। ওই চক্রের মূল পাণ্ডা এক চিনা নাগরিককেও গ্রেফতার করেছে তারা।

৩৯ বছরের চার্লির কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা, একটি পাসপোর্ট এবং একটি আধার কার্ডও উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, তাঁর কাছ থেকে ২ হাজার মার্কিন ডলার এবং ২ হাজারেরও বেশি তাইল্যান্ডের মুদ্রা বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাদের দাবি, গুরুগ্রামে একটি অফিস রয়েছে চার্লির। সেখানে বসেই বিদেশি মুদ্রার কারবারের পাশাপাশি, গুপ্তচরবৃত্তিও করত সে।

১৩ সেপ্টেম্বর দিল্লি এবং গুরুগ্রাম— দুই জায়গাতেই অভিযান চালান দিল্লি পুলিশের বিশেষ বিভাগের গোয়েন্দারা। গুরুগ্রামের অফিস থেকে চার্লির একটি এসইউভি-সহ বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করেছেন পুলিশ আধিকারিকেরা।

আরও পড়ুন: মুম্বইয়ের অভিনেত্রীকে রাজস্থানের হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন: তিন পুলিশ অফিসারকে হত্যার পরই উপত্যকায় ইস্তফার হিড়িক

পুলিশের দাবি, বছর পাঁচেক আগে এ দেশে আসে চার্লি। বিয়েও করেছে এক ভারতীয় মহিলাকে। মূলত দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলি-সহ হিমাচল প্রদেশে তার যাতায়াত ছিল। চার্লির কাছ থেকে বাজেয়াপ্ত করা ভারতীয় পাসপোর্টটিও মণিপুর থেকে তৈরি করা বলে সন্দেহ পুলিশের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crime Delhi Spy Ring Delhi Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE