Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ঘোড়ায় চড়া! উচ্চবর্ণের হাতে প্রহৃত দলিত যুবক

ভবনের অভিযোগ, শোভাযাত্রার মধ্যেই তাদের উপর চড়াও হয় এক দল যুবক। দলটিতে জনা পঞ্চাশেক লোক ছিল।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ভিলওয়ালা (রাজস্থান) শেষ আপডেট: ০১ মে ২০১৮ ১০:৪১
Share: Save:

ভাইকে নিয়ে ঘোড়ায় চেপেছিলেন এক যুবক। আর এই ‘অপরাধে’ এক দলিত যুবককে বেধড়ক মারধরের ঘটনা ঘটল। অভিযোগ, মারধরের ঘটনায় জড়িত রয়েছে সমাজের উচ্চবর্ণের প্রতিনিধিরাই।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভিলওয়ালা এলাকার গোবর্ধনপুরা গ্রামে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। ভিলওয়ালা পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় জড়িত সন্দেহে সাত জনকে গ্রেফতারও করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার বিয়ে ছিল চব্বিশ বছরের ভবনলাল রেগারের। সেই বিয়ে উপলক্ষে গত রবিবার আয়োজন করা হয়েছিল বিন্দোলি অনুষ্ঠানের। একটি শোভাযাত্রার আয়োজনও করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিল ভবন এবং তার ছোট ভাই উদয় লাল। তারা ঘোড়ায় চেপেছিল। ভবনের অভিযোগ, শোভাযাত্রার মধ্যেই তাদের উপর চড়াও হয় এক দল যুবক। দলটিতে জনা পঞ্চাশেক লোক ছিল।

ভবনের দাবি, হামলাকারীরা তাদের কোনও কথাই শুনতে চায়নি। তার কথায়, ‘‘বাঁশ, ইট-পাটকেল দিয়ে আমাদের উপর চড়াও হয়। ঘটনাস্থলে পুলিশ এলেও কোনও লাভ হয়নি। উন্মত্ত গ্রামবাসীদের নিয়ন্ত্রণ করা যায়নি।’’ ভবনের অভিযোগ, হামলাকারীদের হাত থেকে রেহাই মেলেনি মহিলাদেরও। মারতে মারতে সবাইকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় হামলাকারীরা।

যদিও, ভিলওয়ালার অতিরিক্ত পুলিশ সুপার বিপি জৈন বলেন, পুলিশ কিছু করেনি এটা ঠিক নয়। বিষয়টির তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

গত মার্চে একই ধরনের ঘটনা ঘটেছিল গুজরাতে। ঘোড়ায় ওঠার অপরাধে পিটিয়ে খুন করা হয়েছিল এক যুবককে। আবার গত বছর অক্টোবরে গুজরাতেই গরবা দেখার ‘অপরাধে’ পিটিয়ে মারা হয় এক দলিতকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dalit Rajasthan Gujarat দলিত
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE