Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

‘বাহুবলী’ এ বার চিড়িয়াখানাতেও!

বাহুবলী দাপট এ বার চিড়িয়াখানাতেও। আপাতত ‘বাহুবলী ২’ ঝড় চলছে ইন্ডাস্ট্রিতে। ‘বাহুবলী’ শাড়ি আগেই দেখেছেন সকলে। এ বার ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানায় এক বাঘের নাম রাখা হল ‘বাহুবলী’।

— প্রতীকী ছবি।

— প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ মে ২০১৭ ১৪:৪৭
Share: Save:

বাহুবলী দাপট এ বার চিড়িয়াখানাতেও। আপাতত ‘বাহুবলী ২’ ঝড় চলছে ইন্ডাস্ট্রিতে। ‘বাহুবলী’ শাড়ি আগেই দেখেছেন সকলে। এ বার ওড়িশার নন্দনকানন চিড়িয়াখানায় এক বাঘের নাম রাখা হল ‘বাহুবলী’।

গত বুধবার ১৩ মাসের একটি বাঘের এই নাম রাখা হয়েছে। চিড়িয়াখানার ডিরেক্টর শিশির আচার্য সাংবাদিকদের বলেন, “টুরিস্টদের ভোটের পর বাঘটির নাম বাহুবলী রাখা হয়েছে। সাতটি বাঘের নাম রাখার জন্য খাঁচার বাইরে একটা ড্রপবক্স রাখা ছিল। সেখানে টুরিস্টরা তাঁদের নামের সাজেশন দিয়ে গিয়েছিলেন। ২২০০ টি সাজেশনের মধ্যে ১২০০ টি সাজেশনে ছিল বাহুবলী নামটি। তারপর একটি বাঘের নাম বাহুবলী রাখা হয়েছে।’’

আরও পড়ুন, ‘বাহুবলী ২’-এর পর এত টাকা পারিশ্রমিক চাইছেন প্রভাস!

গত মঙ্গলবার পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টুরিস্টরা নিজেদের সাজেশন দিয়েছেন। কিন্তু কেন একটি বিশেষ বাঘের নামই ‘বাহুবলী’ রাখা হল? চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই বাঘটির জঙ্গলে জন্ম হয়েছিল। সে কারণেই ওর এই নামটা রাখা হয়েছে। জানা গিয়েছে, মন্ত্রী বিজয়শ্রী রাউত্রে আনুষ্ঠানিক ভাবে বাঘটির এই নাম রেখেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bahubali 2 Baahuabli: The Conclusion Prabhas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE