Advertisement
২০ এপ্রিল ২০২৪
National News

অপব্যবহারের আশঙ্কা থাকলেই আইন বাতিল করা যায় না: সুপ্রিম কোর্ট

আধার সংক্রান্ত আইনটি নাগরিকের ব্যক্তিগত বিষয়-আশয়ের গোপনতার অধিকারকে খর্ব করছে বলে সিব্বল এ দিন ফের দাবি করেন। পাঁচ সদস্যের সংবিধান বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সিব্বলের যুক্তি খণ্ডন করেন।

অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলেই কোনও আইনকে বাতিল করে দেওয়া যায় না বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।

অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলেই কোনও আইনকে বাতিল করে দেওয়া যায় না বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫৫
Share: Save:

অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলেই কোনও আইনকে বাতিল করে দেওয়া যায় না। আধার মামলার শুনানিতে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। দেশের প্রাক্তন আইনমন্ত্রী তথা প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল মঙ্গলবার আধার মামলায় সওয়াল করেন। আধার সংক্রান্ত আইনটি নাগরিকের ব্যক্তিগত বিষয়-আশয়ের গোপনতার অধিকারকে খর্ব করছে বলে সিবল এ দিন ফের দাবি করেন।

নিজের সওয়ালে সিব্বল এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করেন। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে নিজের ভাষণে মোদী বলেছিলেন, ‘‘যে দেশ তথ্য নিয়ন্ত্রণ করে, সেই দেশ গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে।’’ মোদীর এই মন্তব্যটি তুলে ধরে সিব্বল বলেন, ‘‘আমিও প্রধানমন্ত্রীর সঙ্গে একমত।’’ আধার আইন বলবৎ থাকলে ভারত সরকারও নাগরিকদের বহু ব্যক্তিগত তথা গোপন তথ্য নিয়ন্ত্রণ করবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তাতে ক্ষতিগ্রস্ত হবে বলে সিব্বল দাবি করেন।

সিব্বল আরও বলেন, ‘‘আধার হল রাষ্ট্রের তথ্যের অধিকার।’’ নাগরিকের বিষয়ে সব তথ্য নিজের হাতে রাখার অধিকারকে আধার আইনের মাধ্যমে নিশ্চিত করছে সরকার, সিব্বল এমনই বলেন। তিনি বলেন, ‘‘তথ্য হল ক্ষমতা, এবং এই ক্ষমতা যদি সরকারকে দেওয়া হয়, তা হলে সরকার তা নজিরবিহীন ভাবে ব্যবহার করবে।’’

আরও পড়ুন: একই সিরিঞ্জ বার বার, এইচআইভি আক্রান্ত ২১

আরও পড়ুন: অ-মিতভাষণে বেফাঁস শাহ, কবুল বেকারত্ব

পাঁচ সদস্যের সংবিধান বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু সিব্বলের যুক্তি খণ্ডন করেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে, যেখানে বলা হয়েছে যে, ‘‘শুধুমাত্র অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলেই কোনও আইনকে অবৈধ ঘোষণা করা যায় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE