Advertisement
২৩ এপ্রিল ২০২৪

বাংলা আকাদেমি গড়বে আপ সরকার

দিল্লিতে বিজেপির হাতে থাকা সাতটি লোকসভা আসনই ছিনিয়ে নিতে মরিয়া অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। সে কারণেই এ বার দিল্লির দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী বাঙালি ভোটারদের পাশে পেতে তৎপর হলেন কেজরীবাল।

নিজস্ব সংবাদদাতা 
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৮ ০১:৪৯
Share: Save:

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। দিল্লিতে বিজেপির হাতে থাকা সাতটি লোকসভা আসনই ছিনিয়ে নিতে মরিয়া অরবিন্দ কেজরীবালের আম আদমি পার্টি। সে কারণেই এ বার দিল্লির দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী বাঙালি ভোটারদের পাশে পেতে তৎপর হলেন কেজরীবাল। রাজধানীর বাঙালি সমাজকে বার্তা দিতে দিল্লিতে খুব শিগগিরই বাংলা আকাদেমি গড়ার সিদ্ধান্ত নিল কেজরীবালের সরকার।

গত কাল দিল্লিতে ১১তম বাংলা সিনে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কেজরীবাল। দীর্ঘ দিন ধরেই কেজরীবালের কাছে বাংলা আকাদেমির জন্য দরবার করছে দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশন। সংস্থার বক্তব্য, দিল্লিতে হিন্দু, উর্দু আকাদেমি তো রয়েছেই, এমনকি ভোজপুরী, সিন্ধি আকাদেমিও আছে। কিন্তু বাংলা আকাদেমি নেই। গত কাল উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে ফের কেজরীবালের কাছে এ নিয়ে দরবার করা হয়।

সংস্থার কর্তাদের আশ্বস্ত করে কেজরীবাল পরে টুইটে বলেন, ‘‘বাংলা খুবই মিষ্টি ভাষা। বাংলার সংস্কৃতিও সমৃদ্ধ। তাই বাংলা ভাষার চর্চা ও সাহিত্য প্রসারের লক্ষ্যে দিল্লি সরকার খুব দ্রুত রাজধানীতে বাংলা আকাদেমি গড়ে তুলবে। বাংলা সংস্কৃতি প্রচার-প্রসারে যা উল্লেখযোগ্য ভূমিকা নেবে।’’ দিল্লি সরকার সূত্রে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি রাজধানীতে বাংলা আকাদেমি গড়ার জন্য জমি চিহ্নিত করে কাজ শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi AAP Bengal Academy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE