Advertisement
২৩ এপ্রিল ২০২৪

উল্টো সুর: দল ছাড়লেন জেএনইউ-এর চার এবিভিপি নেতা

জেএনইউ বিতর্কে নয়া মোড়। এত দিন যাঁরা বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছিলেন, সেই এবিভিপির সদস্যরাই এবার উল্টো সুরে গাইতে শুরু করলেন। ‘সেভ জেএনইউ’, ‘সেভ ডেমোক্রেসি’ স্লোগান তুলে দল ছাড়লেন এবিভিপি-র জেএনইউ ইউনিটের যুগ্ম সম্পাদক রাহুল যাদব ও প্রদীপ নারওয়াল। তাঁদের সঙ্গেই সংগঠন ছাড়ার কথা ঘোষণা করলেন এসএসএস এবিভিপি ইউনিটের প্রেসিডেন্ট রাহুল যাদব ও সম্পাদক অঙ্কিত হংস।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪২
Share: Save:

জেএনইউ বিতর্কে নয়া মোড়। এত দিন যাঁরা বিশ্ববিদ্যালয়ে সহপাঠীদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এনেছিলেন, সেই এবিভিপির সদস্যরাই এবার উল্টো সুরে গাইতে শুরু করলেন। ‘সেভ জেএনইউ’, ‘সেভ ডেমোক্রেসি’ স্লোগান তুলে দল ছাড়লেন এবিভিপি-র জেএনইউ ইউনিটের যুগ্ম সম্পাদক রাহুল যাদব ও প্রদীপ নারওয়াল। তাঁদের সঙ্গেই সংগঠন ছাড়ার কথা ঘোষণা করলেন এসএসএস এবিভিপি ইউনিটের প্রেসিডেন্ট রাহুল যাদব ও সম্পাদক অঙ্কিত হংস।

বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি দিয়ে প্রদীপ তাঁদের দল ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি জানিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা ও রোহিত ভেমুলা এবং মনুস্মৃতি নিয়ে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিবাদের জন্যই তাঁরা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এই চিঠিতে আদালত চত্বরে কানহাইয়া কুমার, অধ্যাপক ও পড়ুয়াদের উপর বিজেপি সমর্থক ওই আইনজীবীদের আক্রমণের তীব্র প্রতিবাদ করেছেন তাঁরা। বিরোধিতা করেছেন বিরোধিতা করেছেন বিরুদ্ধ মত, আদর্শকে ‘দেশ বিরোধী’ তকমা দেওয়ার প্রবণতার বিরুদ্ধেও।

‘যা হচ্ছে সেটা গুণ্ডামি, দেশপ্রেম নয়।’ মন্তব্য প্রদীপের।

আরও পড়ুন-আদালত চত্বরে আক্রান্ত কানহাইয়া, পুলিশ দর্শক, জেল হেফাজত ছাত্রনেতার

তবে, তার সঙ্গে ৯ ফেব্রুয়ারি যে বা যারা ‘দেশ বিরোধী’ স্লোগান দিয়েছেন, আইন মেনে তাঁদের শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jnu ju abvp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE