Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Isha Koppikar

বিজেপিতে যোগ দিলেন ‘খাল্লাশ গার্ল’ ইশা কোপিকর

২০০২ সালে পরিচালক রামগোপাল ভার্মার হাত ধরে বলিউডে প্রবেশ ইশা কোপিকরের। তবে জনপ্রিয়তা পান আইটেম গার্ল হিসাবে।

নীতিন গডকড়ীর উপস্থিতিতে বিজেপির সদস্যপদ গ্রহণ ইশা কোপিকরের। ছবি: এএনআই।

নীতিন গডকড়ীর উপস্থিতিতে বিজেপির সদস্যপদ গ্রহণ ইশা কোপিকরের। ছবি: এএনআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০১৯ ২০:৪৭
Share: Save:

অভিনয় ছেড়ে রাজনীতিতে পা রেখেছেন অনেকেই। এ বার সেই তালিকায় জুড়ল আরও একটি নাম। রবিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী ইশা কোপিকর। দলের পরিবহণ শাখার মহিলা বিভাগের সভাপতি নিয়োগ করা হয়েছে তাঁকে।

এ দিন মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গডকড়ী। তিনি-ই ইশাকে দলে স্বাগত জানান।

২০০২ সালে পরিচালক রামগোপাল ভার্মার হাত ধরে বলিউডে প্রবেশ ইশা কোপিকরের। তবে জনপ্রিয়তা পান আইটেম গার্ল হিসাবে। ২০০২ সালে ‘কোম্পানি’ ছবিতে আশা ভোঁসলের গাওয়া ‘খাল্লাশ’ গানে তাঁকে পছন্দ হয়েছিল দর্শকের। সেই সূত্রে আজও ‘খাল্লাশ গার্ল’ হিসাবেই পরিচিত তিনি।

আরও পড়ুন: চন্দা কোছরের বিরুদ্ধে এফআইআরে সই, বদলি সিবিআই অফিসারকে​

আরও পড়ুন: ভারতরত্ন-কে অসম্মানের অভিযোগ, জুবিন গর্গের বিরুদ্ধে এফআইআর বিজেপি-র​

তবে হিন্দি ছবির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মরাঠি ছবিতেও কাজ করেছেন ইশা।

অন্য দিকে, আরও এক বলিউড অভিনেত্রীর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সম্প্রতি জল্পনা শুরু হয়। তিনি করিনা কপূর খান। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার খবর রটেছিল। তা নিয়ে রাহুল গাঁধী শিবিরকে কটাক্ষও করেছিল বিজেপি। দলে তারকাদের এনে ভোট কুড়োবার চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছিল।

কিন্তু এই মুহূর্তে তারকা সদস্যের নিরিখে বিজেপি অনেকটাই এগিয়ে। চলতি মাসে এই নিয়ে দুই অভিনেত্রী বিজেপিতে যোগ দিলেন। ক’দিন আগেই বিজেপির সদস্যপদ গ্রহণ করেন বাংলা ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE