Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sonu Sood

সঞ্জয়ের তোলা বিতর্কের মধ্যেই সোনুর সঙ্গে সাক্ষাৎ উদ্ধব ঠাকরের

উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার পর, সঞ্জয় রাউতের বক্তব্যকে অবশ্য আমল দিতে চাননি সোনু।

উদ্ধব ঠাকরের সঙ্গে সোনু সুদের সাক্ষাৎ। ছবি: টুইটার

উদ্ধব ঠাকরের সঙ্গে সোনু সুদের সাক্ষাৎ। ছবি: টুইটার

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৮ জুন ২০২০ ১৪:০৭
Share: Save:

লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বলিউড তারকা সোনু সুদের উদ্যোগের পিছনে রাজনৈতিক অভিসন্ধি থাকতে পারে বলে অভিযোগ তুলেছিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। আর সেই বক্তব্যকে ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক। এর মধ্যেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এলেন সোনু সুদ। উদ্ধব ও সোনুর সাক্ষাতের ছবি টুইটারে শেয়ার করেছেন আদিত্য ঠাকরে। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অভিনেতার উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছিলেন অভিনেতা সোনু সুদ। এই উদ্যোগের প্রশংসা করে রুপোলি পর্দার ‘ভিলেন’কে কার্যত নায়কের মর্যাদা দিয়েছে গোটা দেশ। কিন্তু সোনুর এই উদ্যোগকে বাঁকা চোখেই দেখছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। দলীয় মুখপত্র ‘সামনা’য় তিনি লেখেন, ‘‘সোনু সুদ এক জন অভিনেতা, যাঁর পেশা অন্য কারও লেখা সংলাপ আউড়ে যাওয়া এবং তা থেকেই জীবনধারণ করা। সোনু সুদের মতো এমন অনেকে আছেন যাঁরা ভাল টাকা পেলেই যে কোনও রাজনৈতিক দলের হয়েই আসরে নামবেন।’’ সঞ্জয়ের এই বক্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। কিন্তু রবিবার সন্ধ্যাতেই ওই ঘটনা নাটকীয় মোড় নেয়। ওই দিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীতে পৌঁছন সোনু। উদ্ধবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সে কথা জানিয়েছেন উদ্ধব পুত্র আদিত্য ঠাকরেই। টুইটারে তিনি লেখেন, ‘‘এই সন্ধ্যায় সোনু সুদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেজির সঙ্গে দেখা করেন। সঙ্গে মন্ত্রী আসলাম শেখ ও আমি ছিলাম। যত বেশি মানুষকে পাশে পাওয়া যাবে, তত বেশি মানুষকে সাহায্য করা যাবে। একজোট হয়ে কাজ করলে ক্ষমতা আরও বাড়বে। এক জন ভাল মানুষের সঙ্গে দেখা করতে পেরে ভাল লাগছে।’’

উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার পর, সঞ্জয়ের বক্তব্যকে অবশ্য আমল দিতে চাননি সোনু। রাজ্য সরকারের সঙ্গে ভুল বোঝাবুঝির অভিযোগ উড়িয়ে দিয়েই অভিনেতা বলছেন, ‘‘তাঁরাও এই উদ্যোগকে সমর্থন করেছেন এবং এর সঙ্গে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা অন্য কিছু জড়িয়ে নেই। যাঁরা দুর্দশার মধ্যে পড়েছেন তাঁদের সকলের পাশে আমাদের দাঁড়াতে হবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সব রাজনৈতিক দলই আমাকে সমর্থন করেছে।’’

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯৮৩, মোট আক্রান্তে শুধু মহারাষ্ট্রই টপকে গেল চিনকে​

উদ্ধব ঠাকরের সঙ্গে সোনুর সাক্ষাতের পরেও অবশ্য সঞ্জয়ের বক্তব্যের ঝাঁঝ কমেনি। সোনু মাতোশ্রীতে পা রাখতেই টুইট করেন শিবসেনা মুখপাত্র। তাঁর কটাক্ষ, ‘‘অবশেষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ঠিকানা খুঁজে পেলেন সোনু সুদ। তিনি মাতোশ্রীতে পৌঁছেছেন।’’

আরও পড়ুন: কাশ্মীরের শোপিয়ানে ফের এনকাউন্টার, বাহিনীর গুলিতে নিহত ৪ জঙ্গি

করোনা সংক্রমণ ঠেকাতে ২৫ মার্চ থেকে দেশ জুড়ে শুরু হয়েছিল লকডাউন। তাতে আটকে পড়েছিলেন বহু পরিযায়ী শ্রমিক। লকডাউনের মধ্যে বাড়ি ফিরতে গিয়ে অভাবনীয় দুর্দশার মুখে পড়তে হয়েছে শ্রমিকদের অনেককেই। অনেকে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় প্রাণও হারিয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই পরিযায়ী শ্রমিকদের সাহায্য করতে উদ্যোগী হন অভিনেতা সোনু সুদ। কয়েকশো শ্রমিককে বাড়ি ফেরানোর জন্য যানবাহনের ব্যবস্থা করে দেন তিনি। টুইটে তিনি লেখেন, ‘‘কাশ্মীর থেকে কন্যাকুমারীর মধ্যে যখনই কেউ আমার সঙ্গে যোগাযোগ করেছেন তখনই আমি আমার সব ক্ষমতা দিয়ে তাঁদের সাহায্য করেছি যাতে তাঁরা পরিবারের সঙ্গে মিলিত হতে পারেন এবং আমি এটা করেও যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sonu Sood Sanjay Raut Uddhav Thackeray
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE