Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মোদীর সরকারকেও দুষবে দেশ: চিদম্বরম

ছেলে কার্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নরেন্দ্র মোদী সরকারের মনোভাব নিয়ে দীর্ঘদিন ধরেই সরব চিদম্বরম। বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ভাবে সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন তিনি।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ০৩:৫৬
Share: Save:

জমানা শেষে নরেন্দ্র মোদী সরকারকেও লোকে বলবে দুর্নীতিগ্রস্ত সরকার। একেবারে ইউপিএ-২ সরকারের মতোই বদনাম হবে তাদের। আজ এই দাবি করেছেন কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

ছেলে কার্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নরেন্দ্র মোদী সরকারের মনোভাব নিয়ে দীর্ঘদিন ধরেই সরব চিদম্বরম। বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ভাবে সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন তিনি। আজ মুম্বইয়ের একটি অনুষ্ঠানে চিদম্বরম বলেন, ‘‘নরেন্দ্র মোদী সরকারের দিন শেষ হতে চলেছে। এত দিন তারা যে ভাবে এগিয়েছে, তাতে বোঝাই যাচ্ছে, ইউপিএ-২ সরকারের মতোই দুর্নীতির অভিযোগ নিয়ে বদনাম হতে হবে তাদের।’’ চিদম্বরম জানান, এমন কোনও ঘটনা ঘটুক তা তিনি চান না। কিন্তু এমন ঘটনা ঘটবে বলেই মনে করেন তিনি।

যদিও এ সঙ্গেই প্রাক্তন অর্থমন্ত্রীর মন্তব্য, ‘‘যত ক্ষণ না পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হচ্ছেন, তত ক্ষণ তাঁকে নিরাপরাধ বলতেই হবে।’’

চিদম্বরমের অভিযোগ, কালো টাকা আটকাতে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে বিরাট ভাবে ব্যর্থ মোদী সরকার। তাঁর দাবি, মোদী সরকার মাত্র ৪১ কোটি জাল টাকা উদ্ধার করতে পেরেছে। নোট বাতিলের সিদ্ধান্তের পরে যে পুরনো নোট ফিরে এসেছে, সেই হিসেবেই এই তথ্য মিলছে। আর এই টাকার অঙ্কটা একেবারেই নগণ্য। কালো টাকা উদ্ধার করা সম্ভব না হলেও, যে ভাবে গুজরাতের আসন্ন ভোেট টাকার ব্যবহার হচ্ছে, তা নিয়েও এ দিন প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা।

চিদম্বরম বলেন, নোট বাতিলের ফলে সন্ত্রাসবাদে লাগাম দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছিল সরকার। কিন্তু গত বছরের ১০ নভেম্বরের সঙ্গে যদি তুলনা করা যায়, তা হলেই বোঝা যাবে, পরিবর্তন কিছুই হয়নি। সে দিন যত অনুপ্রবেশ ঘটেছে, যত জঙ্গি মারা গিয়েছে, যত নাগরিকের মৃত্যু হয়েছে, যত জন জওয়ান শহিদ হয়েছেন, এ বছরেও তার সংখ্যাটা প্রায় একই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE