Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Handwara

ফের হামলা হান্দোয়ারায়, নিহত তিন জওয়ান

বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ক্রালগুন্দের ওয়ালগামে একটি চেকপোস্টে মোতায়েন সিআরপিএফের দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা।

ছবি পিটিআই।

ছবি পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০৫:১২
Share: Save:

হান্দোয়ারার ছাঞ্জমুল্লায় সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই ফের ওই এলাকায় হামলা চালাল জঙ্গিরা। হান্দোয়ারার ক্রালগুন্দের ওয়ানগামে জঙ্গি হামলায় এ দিন নিহত হয়েছেন তিন সিআরপিএফ জওয়ান-সহ চার জন। অন্য দিকে করোনা অতিমারির মধ্যেই সন্ত্রাসে মদত দেওয়া নিয়ে এ দিন পাকিস্তানকে বিঁধেছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণে।

আজ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ক্রালগুন্দের ওয়ালগামে একটি চেকপোস্টে মোতায়েন সিআরপিএফের দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। জবাব দেয় বাহিনীও। সংঘর্ষে দুই জওয়ান ঘটনাস্থলেই নিহত হন। আহত দুই জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক জনের মৃত্যু হয়েছে। সিআরপিএফ জানিয়েছে, নিহত তিন জওয়ানের নাম অশ্বিনীকুমার যাদব, সি চন্দ্রশেখর ও সন্তোষকুমার মিশ্র। ঘটনাস্থল থেকে আরও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করেছে বাহিনী। তাঁকে এখনও শনাক্ত করা যায়নি।

সূত্রের খবর, হান্দোয়ারার ছাঞ্জমুল্লায় সংঘর্ষের সময়ে কয়েক জন জঙ্গি পালিয়েছে বলে আশঙ্কা সেনার। তাদের খোঁজে গোটা হান্দোয়ারায় তল্লাশি চলছে। ওয়ানগামে সিআরপিএফের চেকপোস্টে সে জন্যই সতর্কতা বাড়ানো হয়েছিল। ওই জঙ্গিদের দলই সেখানে হামলা করে থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দাদের একাংশ। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অন্য দিকে এ দিন জম্মু-কাশ্মীরের ছটি এলাকায় ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। জবাব দেয় ভারতীয় সেনাও।

আরও পড়ুন: করোনা-হানা প্রবল, বাড়ছে নিয়ম ভাঙাও

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসে মদত দেওয়া এবং সংঘর্ষবিরতি ভঙ্গ করা নিয়ে আজ পাকিস্তানের কড়া সমালোচনা করেছেন সেনাপ্রধান নারাভনে। তাঁর বক্তব্য, ‘‘বোঝাই যাচ্ছে পাকিস্তান করোনা অতিমারির সঙ্গে যুদ্ধে আগ্রহী নয়। তারা এখনও সন্ত্রাসে মদত দিয়ে যেতে চায়। করোনা সংক্রান্ত সার্ক সম্মেলনেও তারা কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ভুয়ো অভিযোগ তুলেছে।’’

সম্প্রতি মুম্বই হামলার চক্রী জাকিউর রহমান লকভি-সহ কয়েক জনের নাম জঙ্গি তালিকা থেকে সরিয়েছে পাকিস্তান। নরবণের বক্তব্য, ‘‘পাকিস্তান এখনও সন্ত্রাসে মদত দিতে চায় বলেই এই পদক্ষেপ করেছে।’’ তাঁর মতে, পাকিস্তান জঙ্গি কার্যকলাপে আর্থিক মদত দেওয়া রোখার আইনে কিছু পরিবর্তন করে বিশ্বকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে।

নরবণের বক্তব্য, ‘‘কেবল ভারত নয়, টাকা পাচার ও মাদক পাচারের এই চক্র আফগানিস্তানেও সক্রিয়। সম্প্রতি আফগান বাহিনীর উপরে হওয়া হামলার পিছনে এই চক্রেরই মদত রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Handwara CRPF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE