Advertisement
২০ এপ্রিল ২০২৪
Spitting

রাস্তায় পানের পিক ফেলে দিতে হল জরিমানা!

রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায় পিক ফেলার ওই ঘটনা ধরা পড়ে। তারপরই মহেশ কুমার নামের ওই ব্যক্তিকে জরিমানা করা হয়।

রাস্তায় পানের পিক ফেলছেন ব্যক্তি। নিজস্ব চিত্র।

রাস্তায় পানের পিক ফেলছেন ব্যক্তি। নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৯:৫৯
Share: Save:

রাস্তায় পানমশলার পিক ফেলার জন্য এক ব্যক্তিকে সম্প্রতি জরিমানা করল গুজরাতের আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। এই অপরাধের জন্য তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায় পিক ফেলার ওই ঘটনা ধরা পড়ে। তারপরই মহেশ কুমার নামের ওই ব্যক্তিকে জরিমানা করা হয়।

রাস্তার পিক ফেলার এই ঘটনাটি ঘটেছে আমদাবাদের সর্দার পটেল স্ট্যাচু রোডে। সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়ার পর জনস্বাস্থ্য ভঙ্গের অপরাধে মহেশের বিরুদ্ধে আইনি নোটিস জারি করে মিউনিসিপাল কর্পোরেশন। এই ঘটনার পর জারি করা বিবৃতিতে কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, পিক ফেলার জন্য জরিমানার ঘটনা দেশে এই প্রথম।

কিছুদিন আগেই ন্যাশনাল ক্লিননেস সার্ভের রিপোর্ট অনুসারে পরিচ্ছন্নতার বিচারে দেশের শহরগুলির মধ্যে প্রথম সারিতে ছিল আমদাবাদ। শহরের সেই পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নেয় আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন।

আরও পড়ুন: বিয়ের মণ্ডপেও পাবজি খেলছে বর! ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: মারা গিয়েছে মা, মাসের পর মাস বাবা ধর্ষণ করল ৮ বছরের শিশুকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Spitting Ahmedabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE