Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আইকিদো-ই শান্ত রাখে রাহুলকে, বলছেন ‘স্যর’

মার্শাল আর্ট সেই অভ্যাস শিখিয়েছে তাঁকে। ছাত্রের নাম রাহুল গাঁধী।

রাহুলকে কসরত শেখাচ্ছেন পরিতোষ কর।

রাহুলকে কসরত শেখাচ্ছেন পরিতোষ কর।

সুজিষ্ণু মাহাতো
কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০১৮ ০৫:০০
Share: Save:

আগুনে বক্তৃতা। কিন্তু মেজাজ যেন হিমশীতল। বক্তৃতার পরে সবাইকে চমকে দিয়ে প্রধানমন্ত্রীকে হাসিমুখে আলিঙ্গন! শুক্রবার দিনভরই চর্চায় ছিল রাহুল গাঁধীর ব্যক্তিত্ব। এত উত্তেজনা সত্ত্বেও এই প্রশান্তির রহস্য কী? মার্শাল আর্টের বাঙালি প্রশিক্ষক পরিতোষ করের মতে, মনকে নিয়ন্ত্রণ করার শিক্ষাই হয়তো এত শান্ত, ভাবনাহীন রেখেছে কংগ্রেস সভাপতিকে। মার্শাল আর্ট সেই অভ্যাস শিখিয়েছে তাঁকে। ছাত্রের নাম রাহুল গাঁধী।

জাপানি মার্শাল আর্ট আইকিদো-য় ব্ল্যাক বেল্ট রাহুল। হাজার ব্যস্ততার ফাঁকেও প্রায় রোজ সেই মার্শাল আর্টের তালিম নেন তিনি। আইকিদো-র বিশিষ্ট সেনসেই (শিক্ষক) পরিতোষকে তাঁর ছাত্র আগেই জানিয়ে দিয়েছিলেন, শুক্রবার সংসদে বক্তৃতার থাকায় ক্লাসে আসতে পারবেন না। এ দিন অনাস্থা প্রস্তাবের পক্ষে রাহুলের ঝোড়ো বক্তৃতার পরে পরিতোষবাবু আনন্দবাজারকে জানালেন, আইকিদো-র মূল কথাই হল, অন্যকে জয় করার আগে নিজেকে জয় করা। তা আগ্রাসনকে প্রতিহত করবে, কিন্তু কখনওই পাল্টা আঘাত করবে না। রাহুল হয়তো সেই শিক্ষাই অনুসরণ করেছেন। পরিতোষবাবুর কথায়, আইকিদো ‘নন-অ্যাগ্রেসিভ’ মার্শাল আর্ট। যা কেবল শারীরিক নয়, মানসিকও বটে। আগ্রাসনের শুরুই হয় মন থেকে। মানসিক আগ্রাসনই শরীরকে চালিত করে।

গত বছরই পরিতোষবাবুর সঙ্গে রাহুলের মার্শাল আর্ট অভ্যাসের ছবি টুইটারে সাড়া ফেলেছিল। উত্তরবঙ্গের কোচবিহারে জন্ম পরিতোষের। টোকিওতে জাপানি ভাষা শেখার সময়েই তিনি আইকিদো শিখেছিলেন। সেটা আশির দশক। বছর দশেক জাপানে কাটিয়েছেন তিনি। ২০০৪ থেকে দিল্লিতে শুরু করেছেন প্রশিক্ষণ কেন্দ্র। পরিতোষ তাই মনে করেন, রাহুল নিয়মিত আইকিদো অভ্যাস করেন বলেই হয়তো ঝড়ের পরেও তাঁর মুখে লেগে থাকে স্মিত হাসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Aikido Rahul Gandhi রাহুল গাঁধী
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE