Advertisement
২০ এপ্রিল ২০২৪
Rakesh Kumar Singh Bhadauria

পাকিস্তানকে হুঁশিয়ারি ভদৌরিয়ার

সম্প্রতি সিকিম ও লাদাখে চিনা সেনার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে ভারতীয় সেনার।

পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

পিটিআইয়ের তোলা ফাইল চিত্র।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মে ২০২০ ০৫:২৩
Share: Save:

ভারতে জঙ্গি হামলা হলে পাকিস্তানকে প্রত্যাঘাতের জন্য তৈরি থাকতে হবে বলে হুঁশিয়ারি দিলেন বায়ুসেনা প্রধান আর কে এস ভদৌরিয়াচিনা বিমান-হেলিকপ্টারের গতিবিধি নিয়েও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন তিনি।

কাশ্মীরের হান্দোয়ারায় সাম্প্রতিক জঙ্গি-সেনা সংঘর্ষের পরে পাকিস্তান দাবি করে, ভারত এই ধরনের হামলায় পাক মদতের অভিযোগ এনে অভিযানে নামতে পারে। ভারতের পশ্চিম সীমান্তে পাক বায়ুসেনার গতিবিধিও বাড়ে। আজ এক প্রশ্নের জবাবে বায়ুসেনা প্রধান বলেন, ‘‘জঙ্গি হামলা হলে পাকিস্তানের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। বায়ুসেনা প্রয়োজনে সব সময়েই পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে আঘাত হানতে তৈরি। উদ্বেগ কাটাতে গেলে পাকিস্তানকে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করতে হবে।’’

সম্প্রতি সিকিম ও লাদাখে চিনা সেনার সঙ্গে ধস্তাধস্তি হয়েছে ভারতীয় সেনার। তার পরে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে উড়তে দেখা যায় চিনা কপ্টারকে। সেখানে ভারতীয় বায়ুসেনাও যুদ্ধবিমান পাঠায় বলে সূত্রের খবর। এপ্রিল মাসে হিমাচল প্রদেশেও দু’বার চিন ভারতের আকাশসীমা লঙ্ঘন করেছিল বলে কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে। বায়ুসেনা প্রধানের বক্তব্য, ‘‘কিছু অস্বাভাবিক গতিবিধি দেখা গিয়েছিল। তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আমরা সব সময়েই পরিস্থিতির উপরে নজর রাখি। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।’’

আরও পড়ুন: সোনার রাজধানীতে ধুঁকছেন হাজার হাজার পরিযায়ী, ক্ষোভ বাড়ছে ফিরতে চেয়ে

আরও পড়ুন: মোতায়েন এনডিআরএফ, ঘূর্ণিঝড় মোকাবিলা বৈঠকে সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rakesh Kumar Singh Bhadauria Indian Arny
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE