Advertisement
১৭ এপ্রিল ২০২৪

চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ ইডি-র

এয়ারসেল-ম্যাক্সিস আর্থিক তছরুপ মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে মঙ্গলবার পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

পি চিদম্বরম। ছবি: পিটিআই

পি চিদম্বরম। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ০৪:০৪
Share: Save:

এয়ারসেল-ম্যাক্সিস আর্থিক তছরুপ মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে মঙ্গলবার পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনে থাকা ইডি এই প্রথম কোনও প্রাক্তন অর্থমন্ত্রীকে জেরা করল। আজ সকাল এগারোটা নাগাদ জামনগর হাউসে ইডি-র সদর দফতরে ঢুকতে দেখা যায় চিদম্বরমকে। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল গোটা এলাকা। দেড়টা নাগাদ মধ্যাহ্নভোজের জন্য ছাড়া হয় প্রাক্তন মন্ত্রীকে। তিনটের পরে আবার শুরু হয় জেরা। সোমবারই জেরার জন্য চিদম্বরমকে সমন পাঠিয়েছিল ইডি।

ইডি-র দফতর থেকে বেরিয়ে এসে টুইট করেন চিদম্বরম। জানান, তাঁকে যে যে প্রশ্ন করা হয়েছে, সেগুলি ইতিমধ্যেই সরকারি ফাইলে রয়েছে। ফলে তিনি যা উত্তর দিয়েছেন, সেগুলিও সরকারি ফাইলে রয়েছে। টুইটারে তিনি আরও লেখেন, ‘‘আরও এক বার মনে করিয়ে দিই, কোনও এফআইআর হয়নি। কোনও অভিযোগ হয়নি। তবু তদন্ত হচ্ছে।’’

ইডি সূত্রের বক্তব্য, জেরার সময় সহযোগিতা করেছেন চিদম্বরম। তবে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় চেয়ে নিয়েছেন তিনি। আগামী কাল আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা চিদম্বরমের।

তবে এ দিন দিল্লি আদালতের এক রায়ে আপাতত খানিকটা স্বস্তি মিলেছে চিদম্বরমের। মঙ্গলবার কোর্ট জানিয়েছে, ১০ জুলাইয়ের আগে এয়ারসেল-ম্যাক্সিস মামলায় গ্রেফতার করা যাবে না চিদম্বরমকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE