Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Ajit Pawar

প্রতারণার পরেও মহারাষ্ট্রে অজিত উপ মুখ্যমন্ত্রী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

শেষমেশ  তিনিই উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন কি না, তা জানতে চাইলেও এড়িয়ে যান অজিত।

অজিত পওয়ার উপ মুখ্যমন্ত্রী হতে পারেন। —ফাইল চিত্র।

অজিত পওয়ার উপ মুখ্যমন্ত্রী হতে পারেন। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ১৮:৩৬
Share: Save:

বিদ্রোহ করে মহারাষ্ট্রে এনডিএ বিরোধী জোট সরকার গড়ে ওঠার সম্ভাবনাই শেষ করে দিয়েছিলেন। সেই অজিত পওয়ারকেই শিবসেনা- রাজ্যের উপ মুখ্যমন্ত্রী করা হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে উদ্ধব ঠাকরের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক সেইসময় এনসিপি সূত্রে এমনই খবর সামনে এল। তবে সে ক্ষেত্রেও অজিতের আজ শপথ নেওয়ার সম্ভাবনা কম।

ভাইপোকে ক্ষমা করে দিলেও, শরদ পওয়ার তাঁর হাতে মন্ত্রিত্ব তুলে দেবেন কি না, তা নিয়ে গত দু’দিন ধরেই জল্পনা চলছে। তার মধ্যেই এই খবর। তবে এ নিয়ে এনসিপি বা শিবসেনার তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। অজিত নিজেও ও নিয়ে কোনও কথা বলেননি। বৃহস্পতিবার সকালে শরদ পওয়ার , জয়ন্ত পাটিল এবং প্রফুল্ল পাটিলদের সঙ্গে একদফা বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে জানান, ‘‘তিন দল থেকে মোট ছ’জন শপথ নেবেন আজ। তবে আমি আজ শপথ নেব না।’’

শেষমেশ তিনিই উপ মুখ্যমন্ত্রী হচ্ছেন কি না, তা জানতে চাইলেও এড়িয়ে যান অজিত। তিনি বলেন, ‘‘এ ব্যাপারে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দলই সবকিছু ঠিক করবে।’’

আরও পড়ুন: লাইভ: শিবাজি পার্কে উদ্ধব-অভিষেক, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ একটু পরেই​

আরও পড়ুন: মহারাষ্ট্রের প্রাক্তন ও বর্তমান মুখ্যমন্ত্রীর পিছনে থেকেও তাঁদের স্ত্রীরা উজ্জ্বল নিজেদের পরিচয়েই

সুপ্রিম কোর্ট আস্থাভোটের নির্দেশ দেওয়ার পর দু’দিন আগেই বিজেপির দেবেন্দ্র ফডণবীসের ডেপুটি হিসাবে ইস্তফা দেন অজিত পওয়ার, যার পর তাঁকে দলে ফিরিয়ে নেয় এনসিপি। কিন্তু তাঁকে উপ মুখ্যমন্ত্রী করা নিয়ে দলের মধ্যেই মতবিরোধ শুরু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE