Advertisement
২৫ এপ্রিল ২০২৪
National

পাক হামলার শঙ্কা, পশ্চিম উপকূলে সেজে উঠছে ভারতীয় নৌবাহিনী

পশ্চিম উপকূলে ভারত-পাক সীমান্তের ও পার থেকে যে কোনও ধরনের বড় হামলার জন্য একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারতীয় নৌবাহিনী। পদাতিক ও বিমানবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর এই প্রস্তুতিকেও ‘রণসজ্জা’ই বলা যায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, দেশের পশ্চিম উপকূল বরাবর মোতায়েন করা হয়েছে ৪০টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ১৫:৪৮
Share: Save:

পশ্চিম উপকূলে ভারত-পাক সীমান্তের ও পার থেকে যে কোনও ধরনের বড় হামলার জন্য একেবারে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে ফেলেছে ভারতীয় নৌবাহিনী। পদাতিক ও বিমানবাহিনীর পাশাপাশি নৌবাহিনীর এই প্রস্তুতিকেও ‘রণসজ্জা’ই বলা যায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, দেশের পশ্চিম উপকূল বরাবর মোতায়েন করা হয়েছে ৪০টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন। সেখানে পাঠানো হয়েছে নৌবাহিনীর প্রচুর যুদ্ধবিমান, নজরদারির বিমান ও ড্রোন। আর তার সবক’টিকেই একেবারে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে। চলছে পুরোদস্তুর মহড়াও। কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন দেশের পূর্ব উপকূল থেকেও নিয়ে যাওয়া হয়েছে। শুধুই সমর-সজ্জা নয়, আপৎকালীন পরিস্থিতিতে কোনও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য কিছু জরুরি অর্থনৈতিক ক্ষমতাও দেওয়া হয়েছে সেনাবাহিনীর তিন উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত, এয়ার মার্শাল বি এস ধানোয়া এবং ভাইস অ্যাডমিরাল কে বি সিংহ।

ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর, পাক সেনাপ্রধান রাহিল শরিফ চেষ্টা চালাচ্ছেন, বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-কে দিয়ে ভারত-পাক সীমান্তে আচমকা একটা অভিযান চালানোর। যা দিয়ে ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’র একটা যোগ্য জবাব দেওয়া যেতে পারে। নভেম্বরের শেষাশেষি অবসর নেওয়ার আগেই পাক সেনাপ্রধান শরিফ এমন একটা কিছু করে যেতে চাইছেন।

আরও পড়ুন- জওয়ানের দেহ ছিন্নভিন্ন করল জঙ্গিরা, প্রতিশোধের প্রতিজ্ঞা নিল সেনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indo-Pak Tension Navy plans major drill Indian Navy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE