Advertisement
১৯ এপ্রিল ২০২৪

পুলিশের হাল ফেরাতে অমিতের আশ্বাস

অমিত জানিয়েছেন, বিপজ্জনক ও প্রতিকূল পরিস্থিতিতে পুলিশকর্মীরা যে ভাবে কাজ করেন, তা মাথায় রেখে তাঁদের উন্নয়নের কথা ভাবছে সরকার।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ০১:২৯
Share: Save:

পুলিশকর্মীদের কাজের সময় বেধে দেওয়া, স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করা ও পরিবার কল্যাণের মতো বিষয়গুলি নিয়ে ভাবছে সরকার। আজ জাতীয় পুলিশ দিবসে নয়াদিল্লির পুলিশ মেমোরিয়াল গ্রাউন্ডে একটি অনুষ্ঠানে এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, দেশে প্রয়োজনের তুলনায় পুলিশের সংখ্যা কম। এক লক্ষ মানুষের জন্য যেখানে ২২২ জন পুলিশ থাকার কথা, সেখানে রয়েছে ১৪৪ জন। যে কারণে ৯০ শতাংশ পুলিশকে দিনে ১২ ঘণ্টার বেশি কাজ করতে হয়। সাপ্তাহিক ছুটিও অধিকাংশ সময়ে পান না তাঁরা।

অমিত জানিয়েছেন, বিপজ্জনক ও প্রতিকূল পরিস্থিতিতে পুলিশকর্মীরা যে ভাবে কাজ করেন, তা মাথায় রেখে তাঁদের উন্নয়নের কথা ভাবছে সরকার। তিনি বলেন, ‘‘সরকার আপনাদের চিকিৎসা, পরিবারের সুরক্ষা ও কাজের উপযুক্ত পরিবেশ দিতে আগ্রহী। আপনাদের কাজের সময় যাতে নির্দিষ্ট থাকে, সেই দিকেও নজর রাখা হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE