Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বিহার জয়ের লক্ষ্যে অমিতের ‘ত্রিফলা’

পর পর কয়েকটি বিধানসভা ভোটে জিতলেও দিল্লিতে ধাক্কা খেয়েছে বিজেপি। বিহারে বিধানসভা ভোটে ঝুঁকি না নিতে শনিবার তিন সদস্যের কমিটি গড়লেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই তিন জন হলেন ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব ও সৌদান সিংহ। ধর্মেন্দ্র বিহারের পর্যবেক্ষক হিসেবে গত লোকসভা ভোট সামলেছেন। এনেছেন সাফল্য। বিহারে এনডিএ শরিকদের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। রাজ্যসভার সদস্য ভূপেন্দ্র দলে অরুণ জেটলির ঘনিষ্ঠ। রা

শেষ আপডেট: ০৭ জুন ২০১৫ ০৩:২৭
Share: Save:

পর পর কয়েকটি বিধানসভা ভোটে জিতলেও দিল্লিতে ধাক্কা খেয়েছে বিজেপি। বিহারে বিধানসভা ভোটে ঝুঁকি না নিতে শনিবার তিন সদস্যের কমিটি গড়লেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই তিন জন হলেন ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব ও সৌদান সিংহ। ধর্মেন্দ্র বিহারের পর্যবেক্ষক হিসেবে গত লোকসভা ভোট সামলেছেন। এনেছেন সাফল্য। বিহারে এনডিএ শরিকদের সঙ্গে তাঁর সম্পর্ক ভাল। রাজ্যসভার সদস্য ভূপেন্দ্র দলে অরুণ জেটলির ঘনিষ্ঠ। রাজস্থান, ছত্তীস্গঢ়়, হরিয়ানা— দু’বছরে যেখানে ভোটে দল বিপুল ভাবে জিতেছে, সেখানে দায়িত্বে ছিলেন দলের এই নেতা। সৌদান আরএসএস প্রচারক। সঙ্ঘের তরফেই তাঁকে বিজেপিতে পাঠানো হয়েছে। দিল্লিতে দল ও সঙ্ঘের মধ্যে সমন্বয়ের কাজটা তিনিই করেন। এই ‘ত্রিফলা’য় নির্ভর করেই বিহার জয় করতে চান অমিত। এই কমিটি নিয়মিত যোগাযোগ রাখবে জেলা, ব্লক, গ্রাম ও বুথ স্তরের কর্মীদের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah BJP Rajasthan Hariyana delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE