Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আসন রফা নিয়ে বিহারে দলের মন বুঝবেন অমিত

বিহারে লোকসভা আসন ৪০টি। মুখ্যমন্ত্রী নীতীশের বাসভবনে গত সপ্তাহে তাঁর দলের কোর কমিটির বৈঠক হয়েছিল। দাবি ওঠে, অতীতের মতোই জেডি(ইউ) ২৫টি ও বিজেপি ১৫টিতে লড়ুক।

অমিত শাহ।

অমিত শাহ।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ০৩:১০
Share: Save:

দলের রাজ্য নেতৃত্বকে অন্ধকারে রেখে নীতীশ কুমারের সঙ্গে আসন ভাগ সেরে ফেলতে চাইছেন না অমিত শাহ। জেডি(ইউ)-এর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্তে আসার আগে বিহারের বিজেপি নেতাদের সঙ্গে কথা বলতে আগামী ১১ জুলাই তিনি দু’দিনের সফরে পটনা আসবেন। দলের নেতাদের সঙ্গে আলোচনার পাশাপাশি দেখা করবেন মুখ্যমন্ত্রী নীতীশের সঙ্গেও।

বিহারে লোকসভা আসন ৪০টি। মুখ্যমন্ত্রী নীতীশের বাসভবনে গত সপ্তাহে তাঁর দলের কোর কমিটির বৈঠক হয়েছিল। দাবি ওঠে, অতীতের মতোই জেডি(ইউ) ২৫টি ও বিজেপি ১৫টিতে লড়ুক। এই প্রস্তাব প্রকাশ্যে খারিজ করে দিয়েছে বিজেপি। কেননা, গত লোকসভা ভোটে তাদের সঙ্গী রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি ৬টি, উপেন্দ্র কুশওয়াহার লোক সমতা পার্টি ৩টি ও বিজেপি ২২টি আসন পেয়েছিল। বড় কোনও দলের সঙ্গে জোট না-থাকায় বিজেপির ভোট শতাংশ বেড়েছিল অনেকটাই। পরে নীতীশ এসেছেন জোটে। কিছু আসন তাঁদের ছাড়তেই হবে। তাতে রাজ্য বিজেপিরও আপত্তি নেই। তবে কতগুলি ও কোন কোন আসন ছাড়া হবে, দলের রাজ্য নেতৃত্বের তা নিয়ে কী বক্তব্য— সে সব শুনতে চান অমিত। গোটা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেই পা ফেলতে চাইছেন বিজেপি সভাপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nitish Kumar Bihar BJP Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE