Advertisement
২০ এপ্রিল ২০২৪

অমিতাভকে দেশিকোত্তমের প্রস্তাব

অমিতাভ বচ্চন, গুলজার-সহ মোট সাত জন বিশিষ্ট ব্যক্তিকে দেশিকোত্তম দেওয়ার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দেশিকোত্তম ছাড়াও অবন-গগন পুরস্কার ও রথীন্দ্র পুরস্কারের তালিকাও আজ চূড়ান্ত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ০৪:০১
Share: Save:

অমিতাভ বচ্চন, গুলজার-সহ মোট সাত জন বিশিষ্ট ব্যক্তিকে দেশিকোত্তম দেওয়ার জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠাতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। দেশিকোত্তম ছাড়াও অবন-গগন পুরস্কার ও রথীন্দ্র পুরস্কারের তালিকাও আজ চূড়ান্ত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় গত পাঁচ বছর দেশিকোত্তম সম্মান দিতে পারেনি বিশ্বভারতী। প্রাথমিক ভাবে ঠিক রয়েছে আগামী মে মাসের তৃতীয় সপ্তাহে সমাবর্তন অনুষ্ঠান হবে বিশ্ববিদ্যালয়ের। যেখানে আচার্য হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

বিশ্বভারতী সূত্র বলছে, সে দিনই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গুণিজনদের হাতে দেশিকোত্তম সম্মান তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সেই জন্যই আজ নামের তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসেন বিশ্বভারতীর অ্যাকাডেমিক কাউন্সিল। বৈঠকে অমিতাভ বচ্চন, গুলজার ছাড়াও লেখক অমিতাভ ঘোষ, সুনীতিকুমার পাঠক, পদার্থবিদ অশোক সেন, যোগেন চৌধুরী ও গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত হয়। এর পর এগজিকিউটিভ কাউন্সিল নামগুলি ছাড়পত্র দিলে তার পরে চূড়ান্ত ছাড়পত্রের জন্য বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবেন অন্তর্বর্তী কালীন উপাচার্য সবুজকলি সেন। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, শেষ পর্যন্ত কারা সম্মান পাবেন, আচার্য হিসাবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রীই। দেশিকোত্তম ছাড়া অবন-গগন পুরস্কারের জন্য সুধীর পটবর্ধন-সহ আরও দু’জন এবং রথীন্দ্র পুরস্কারের জন্য বিনায়ক লোহানি-সহ তিন জনের নাম প্রস্তাব করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Desikottam Award Amitabh Bachchan Gulzar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE