Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হাউইবাজিতে পায়রা বেঁধে উড়িয়ে অদ্ভুত অভ্যর্থনা কংগ্রেস নেতাকে!

দলের নেতাকে কর্মী-সমর্থকরা কখনও গলায় মালা দিয়ে, কখনও বা স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান। কিন্তু, অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরীর কংগ্রেস কর্মীরা তাঁদের নেতাকে যে ভাবে অভ্যর্থনা জানিয়েছেন তা নজিরবিহীন!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৫ ১১:৪২
Share: Save:

দলের নেতাকে কর্মী-সমর্থকরা কখনও গলায় মালা দিয়ে, কখনও বা স্লোগান দিয়ে অভ্যর্থনা জানান। কিন্তু, অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরীর কংগ্রেস কর্মীরা তাঁদের নেতাকে যে ভাবে অভ্যর্থনা জানিয়েছেন তা নজিরবিহীন! তাঁদের কর্মকাণ্ডের ভিডিও ফুটেজ সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কী করেছিলেন তাঁরা?

গত শনিবার ওই জেলার কোভুরে একটি জনসভার আয়োজন করেছিল কংগ্রেস। সেই সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি এন রঘুবর রেড্ডি এসেছিলেন। তাঁকে অভ্যর্থনা জানাতে কর্মীরা দু’টি পায়রাকে হাউইবাজির সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয়। আকাশে গিয়ে সেই বাজি ফাটা মাত্রই পায়রা দু’টি পালায়। তাঁদের এ ধরনের অভ্যর্থনার নজিরে অসন্তুষ্ট পশুপ্রেমীরা। পুলিশ জানিয়েছে, একটি অভিযোগের ভিত্তিতে ওই সমর্থকদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ভিডিও ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এটাও প্রশ্ন উঠেছে যে, এক জন বড় মাপের নেতার সামনে এ ধরনের ঘটনা ঘটল কী ভাবে? হাউইবাজি ফাটার পরে পায়রাগুলি মারাও যেতে পারত! যদিও সভায় উপস্থিত কংগ্রেস কর্মীদের অনেকেই জানিয়েছেন, পায়রাগুলির কোনও ক্ষতি হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Andhra Pradesh Congress pigeon
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE