Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National

এ সব হচ্ছেটা কী! সাংসদদের ধমক দিলেন রাষ্ট্রপতি

নোট কাণ্ডে উত্তাল সংসদ। বিরোধীদের লাগাতার বিক্ষোভ, আন্দোলনে আরও একটি অধিবেশনের কাজকর্ম শিকেয় ওঠার যোগাড়। এই অবস্থায় একেবারে অভিভাবক সুলভ আচরণে সাংসদদের ধমকে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

সাংসদদের ধমক দিলেন রাষ্ট্রপতি।

সাংসদদের ধমক দিলেন রাষ্ট্রপতি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ১৬:৩৭
Share: Save:

নোট কাণ্ডে উত্তাল সংসদ। বিরোধীদের লাগাতার বিক্ষোভ, আন্দোলনে আরও একটি অধিবেশনের কাজকর্ম শিকেয় ওঠার যোগাড়। এই অবস্থায় একেবারে অভিভাবক সুলভ আচরণে সাংসদদের ধমকে দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কড়া সুরে বললেন, “এ সব হচ্ছেটা কী। ঈশ্বরের দোহাই আপনারা কাজে ফিরুন। সংসদটা কাজ করার জায়গা।”

৮ নভেম্বর রাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী ৫০০ ও ১০০০-এর নোট বাতিল করার ঘোষণা করেন। এর পর থেকে এই ইস্যুতে দেশজুড়ে শুরু হয় বিতর্ক। বিতর্ক, বিতণ্ডা চলছে রাজনীতির ময়দানেও। বিরোধী সাংসদদের বিক্ষোভে অচল হয়ে পড়ে সংসদের দুই কক্ষই। নোট বাতিলের এক মাস পূর্তিতে এ দিনও কোনও কাজ হয়নি সংসদে। কালা দিবসের ডাক দিয়ে হাতে কালো ব্যান্ড পরে গাঁধী মূর্তির সামনে বিক্ষোভও দেখিয়েছেন বিরোধী সংসদরা।

আরও পড়ুন: ‘কাঁধ আর ছাতি চওড়া হলেই প্রধানমন্ত্রী হওয়া যায় নাকি! সিনেমা করুন’

বৃহস্পতিবার ডিআরডিও-র একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন রাষ্ট্রপতি। সেখানেই এক প্রশ্নের উত্তরে সাংসদদের এই আচরণের তীব্র নিন্দা করে প্রণববাবু বলেন, “সংসদে ধর্না দেওয়ার জন্য মানুষ আপনাদের নির্বাচিত করেননি। ধর্না দেওয়ার হলে সংসদের বাইরে গিয়ে করুন। কিন্তু লোকসভার মতো যায়গায় এই ধরনের কাজ করবেন না।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pranab Mukhopadhyay Note Ban Parliament
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE