Advertisement
২০ এপ্রিল ২০২৪

স্থগিত অনির্বাণ, উমরের শাস্তি

অর্নিবাণ ভট্টাচার্য ও উমর খালিদের শাস্তি নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কর্তৃপক্ষের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ০৩:১৬
Share: Save:

অর্নিবাণ ভট্টাচার্য ও উমর খালিদের শাস্তি নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) কর্তৃপক্ষের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট।

আফজল গুরুর ফাঁসির বিরুদ্ধে অনুষ্ঠানে যোগ দেওয়ায় জেএনইউয়ের ছাত্র সংসদের নেতা কানহাইয়া কুমার, অনির্বাণ, খালিদ-সহ প্রায় কুড়ি জন ছাত্র-ছাত্রীকে গত মাসে শাস্তি দিয়েছিলেন জেএনইউ কর্তৃপক্ষ। পুনর্বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের আপিল কর্তৃপক্ষের (অ্যাপেলেট অথরিটি) কাছে আবেদন জানান কানহাইয়া-সহ একাধিক অভিযুক্ত। পাশাপাশি দিল্লি হাইকোর্টেও যান তাঁরা। আপিল কর্তৃপক্ষের পুনর্বিচারের রায় না আসা পর্যন্ত শাস্তি স্থগিত রাখা হয় তাদের। পরে সেই পথে হাঁটেন উমর ও অনির্বাণও।

আজ দিল্লি হাইকোর্টের বিচারপতি মনমোহন জানান, কানহাইয়াদের মতোই ওই দুই ছাত্রও একই ছাড় পাওয়ার যোগ্য। তাই বিশ্ববিদ্যালয়ের আপিল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত খালিদ ও অনির্বাণের বিরুদ্ধে কোনও ধরনের ব্যবস্থা নিতে পারবে না জেএনইউ। গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধ সত্ত্বেও সংসদে হামলাকারী আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে সভা করায় যথাক্রমে উমর খালিদকে কুড়ি হাজার টাকার জরিমানা ও একটি সেমেস্টারের জন্য সাসপেন্ড ও অনির্বাণকে ১৫ জুলাই পর্যন্ত সাসপেন্ড ও পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন জেএনইউ কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Anirban Umar Khalid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE