Advertisement
২০ এপ্রিল ২০২৪
Kota

রাজস্থানের কোটায় ফের আত্মঘাতী আইআইটি পরীক্ষার্থী, ঘরে উদ্ধার ঝুলন্ত দেহ

নির্মল যোগীর মৃত্যু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, রাজস্থানের কোটায় এই বছরে আরও পাঁচটি মৃত্যুর ঘটনা ঘটেছে।প্রতিটি মৃত্যুই আইআইটি পেতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের।

ছবি সৌজন্য: শাটারস্টক।

ছবি সৌজন্য: শাটারস্টক।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ১৮:৩০
Share: Save:

ফের আত্মহত্যার ঘটনা রাজস্থানের কোটায়। এবার আত্মঘাতী ১৭ বছরের এক ছাত্র। কোটায় আইআইটি-র প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে। ভাড়া করা যে ঘরে সে থাকতো, সেখানেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তার মৃতদেহ। কোটায় এই বছরে এই নিয়ে মোট ছ’টি মৃত্যুর ঘটনা ঘটল।

দ্বাদশ শ্রেণীর এই ছাত্রের নাম নির্মল যোগী। সওয়াই মাধেপুর জেলার তার বাড়ি বলে জানতে পেরেছে রাজস্থান পুলিশ। যোগাযোগ করা হয়েছে তার বাবা-মায়ের সঙ্গেও। জানা গিয়েছে, গত দু’বছর ধরে সে আইআইটি ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

যে ঘরে নির্মলের ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছে, সেখানে বা আশপাশে কোথাও কোনও সুইসাইড নোট খুঁজে পায়নি পুলিশ। যদি রাজস্থান পুলিশকে মৃত ছাত্রের বাবা-মা জানিয়েছে, ‘‘কয়েক দিন ধরেই ও খুব হতাশ হয়ে পড়েছিল। পারফরম্যান্স কেমন হচ্ছে, তা বোঝার জন্য প্রতি ১৫ দিন অন্তর পরীক্ষা নেওয়া হত নির্মলের কোচিং সেন্টার থেকে। নম্বর ভাল না পাওয়ায় ও মানসিক ভাবে ভেঙেও পড়েছিল। ’’

আরও পড়ুন: সাড়ে ১৩ লাখ টাকা আর গাড়ি নিয়ে চম্পট ছেলের, থানায় বাবা-মা

মৃত ছাত্রের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও বিস্তারিত জানতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: একমাত্র বাংলাতেই গণতন্ত্র নেই, মমতা এখন কিম জঙ-উন, তোপ কেন্দ্রীয় মন্ত্রীর

নির্মল যোগীর মৃত্যু কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, রাজস্থানের কোটায় এই বছরে আরও পাঁচটি মৃত্যুর ঘটনা ঘটেছে।প্রতিটি মৃত্যুই আইআইটি পেতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের। রাজস্থানের জয়পুর থেকে ২৫০ কিলোমিটার দূরের এই ছোট্ট শহর আইআইটি পেতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের প্রস্তুতি নেওয়ার অন্যতম কেন্দ্র। সেই কারণে এখানে গজিয়ে উঠেছে অসংখ্য কোচিং সেন্টারও। প্রস্তুতির চাপ সহ্য করতে না পেরে জীবন শেষ করে দেওয়ার ঘটনা এখানে এখন হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা। গত মাসেই নিজেকে শেষ করে দিয়েছিল ১৭ বছরের এক ছাত্রী। তার পরই এই মুহূর্তে কোটায় প্রস্তুতি নেওয়া দেড় লক্ষ ছাত্র ছাত্রীর প্রত্যেকের বাবা-মায়ের কাছে চিঠি পাঠিয়ে ছিলেন স্থানীয় জেলাশাসক। সেই চিঠিতে তিনি অভিভাবকদের কাছে ছেলেমেয়েদের আইআইটি প্রবেশিকা পরীক্ষায় ভাল ফল করার জন্য চাপ না দিতে অনুরোধ করেছিলেন।

গত বছরও কোটাতে ছাত্রছাত্রীদের মধ্যে আত্মহত্যার এই প্রবণতা জারি ছিল। ২০১৭ সালে ঘটেছিল মোট ১৭টি মৃত্যু এবং আত্মহত্যার ঘটনা। কিছুটা কমলেও ২০১৮ সালেও জারি রইল চাপ না সইতে পেরে আত্মহত্যা করার প্রবণতা।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kota Suicide, IIT Entrance Rajasthan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE