Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Army

শোপিয়ানে ফের সংঘর্ষ, নিহত চার সন্ত্রাসবাদী

চার ঘণ্টা লড়াইয়ের পরে চার জন জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে দু’জন স্থানীয় হিজবুল কমান্ডার বলে দাবি বাহিনীর।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ০৯ জুন ২০২০ ০২:৪৮
Share: Save:

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে ফের বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল চার হিজবুল মুজাহিদিন জঙ্গি। এ নিয়ে ২৪ ঘণ্টায় ওই জেলায় ৯ জন জঙ্গি নিহত হল।

গত কাল শোপিয়ানের রেবান অঞ্চলে বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক হিজবুল কমান্ডার-সহ পাঁচ জঙ্গি নিহত হয়। এ দিন ভোরে ওই জেলারই পিঞ্জোরা এলাকায় অভিযানে নামে যৌথ বাহিনী। সেনা জানিয়েছে,জঙ্গিরা জওয়ানদের লক্ষ করে গুলি ছোড়ায় সংঘর্ষ শুরু হয়। চার ঘণ্টা লড়াইয়ের পরে চার জন জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে দু’জন স্থানীয় হিজবুল কমান্ডার বলে দাবি বাহিনীর।

সেনার ভিক্টর ফোর্সের প্রধান মেজর জেনারেল এ কে সেনগুপ্তের দাবি, ‘‘এই জঙ্গিদের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের উপরে হামলা, ভিন রাজ্যের শ্রমিকদের হত্যা, পুলিশকর্মীদের অপহরণ ও ট্রাকচালকদের উপরে হামলার অভিযোগ ছিল। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহের বক্তব্য, ‘‘চলতি বছরে ৩৬টি অভিযানে ৮৮ জন জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের ৪০ জন সহযোগী ও জঙ্গি সংগঠনের ২৪০ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের অনেকের বিরুদ্ধে জনসুরক্ষা আইন-সহ নানা আইনে মামলা দায়ের হয়েছে।’’

সেনার ১৫ নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল বি এস রাজুর মতে, ‘‘জম্মু-কাশ্মীরের বাসিন্দারা বিশেষ মর্যাদা লোপের পরে ইতিবাচক ভূমিকা নিয়েছিলেন। তার ফলে দীর্ঘ সময় ধরে উপত্যকায় শান্তি বজায় রয়েছে। জঙ্গি-দমন অভিযানের সময়েও তাঁরা সহযোগিতা করছেন।’’ তাঁর কথায়, ‘‘গত ২৪ ঘণ্টায় যে দু’টি এলাকায় আমরা অভিযান চালিয়েছি, সেগুলি জনবহুল। পেশাদার মনোভাবের পরিচয় দিয়ে বাহিনী আগে বাসিন্দাদের সরিয়ে আনে। স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেছেন।’’ যৌথ বাহিনীর প্রশংসা করে কোর কমান্ডার বলেন, ‘‘জম্মু-কাশ্মীর পুলিশের সাহায্যেই আমরা জঙ্গিদের সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়ার চেষ্টা করছি। তার ভিত্তিতেই অভিযান চালানো হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Army Shopian
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE