Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Avalanche

তুষারধসে চাপা পড়ে কুপওয়াড়ায় মৃত্যু সেনা জওয়ানের, আহত ২

কয়েক দিন আগে থেকেই উপত্যকার বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত শুরু হয়েছে। তার জেরে তুষারধসের সতর্কবার্তা জারি করে আবহাওয়া দফতর।

বরফের চাদরে ঢাকা পড়েছে উপত্যকা। ১৬ নভেম্বর গুলমার্গে। ছবি: পিটিআই

বরফের চাদরে ঢাকা পড়েছে উপত্যকা। ১৬ নভেম্বর গুলমার্গে। ছবি: পিটিআই

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২০ ১২:৪৯
Share: Save:

সতর্কবার্তা ছিলই। তার মধ্যেই উপত্যকায় সেনা ছাউনিতে তুষারধসে মৃত্যু হল এক জওয়ানের। আহত আরও দুই জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন।

সেনা সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত আটটা নাগাদ উত্তর কাশ্মীরের কুপওয়াড়ার তাংধার সেক্টরে ধস নামে। একটি সেনা ছাউনির উপরে আছড়ে পড়ে বিশাল বরফের ঢেউ। তাতে অনেকটা দূরে গড়িয়ে যান তিন সেনা জওয়ান। প্রায় সঙ্গে সঙ্গেই ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ১ জনের মৃত্যু হয়।

কয়েক দিন আগে থেকেই উপত্যকার বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত শুরু হয়েছে। ক্রমেই আবহাওয়ার অবনতি হওয়ায় তুষারধসের সতর্কবার্তা জারি করে আবহাওয়া দফতর। মধ্যম মাত্রার সতর্কবার্তা জারি করা হয় কুপওয়াড়া, বন্দিপোরার মতো জেলায়। গান্ডেরবাল ও বারামুলা জেলায় জারি হয় কম মাত্রার সতর্কবার্তা।

আরও পড়ুন: অক্টোবরে কর্মহীন ১৮ লক্ষ, মে মাসের পর সবচেয়ে ভয়াবহ চিত্র কর্মসংস্থানে

আরও পড়ুন: দৈনিক সংক্রমণ বেড়ে ৩৮ হাজার, মোট সুস্থ ৮৩ লক্ষ ছাড়িয়ে গেল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Avalanche Kupwara Indian Army
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE