Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Arnab Goswami

অর্ণবের আগাম জামিনের আর্জির শুনানি ২৩শে

অন্য দিকে অর্ণবের জামিন নিয়ে টুইটারে সুপ্রিম কোর্ট ও বিচারপতিদের সমালোচনা করায় আদালত অবমাননার প্রক্রিয়ার মুখে পড়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ০৫:১২
Share: Save:

মহিলা পুলিশ অফিসারের উপরে হামলার মামলায় রিপাবলিক টিভি-র প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী ও তাঁর স্ত্রী সাম্যব্রতার আগাম জামিনের আর্জির শুনানি ২৩ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখল আদালত। গত কাল ইন্টিরিয়র ডিজ়াইনার অন্বয় নাইক ও তাঁর মায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় অর্ণবকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। গত কালই নভি মুম্বইয়ের তালোজা জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি।

৪ নভেম্বর অন্বয় নাইক মামলায় অর্ণবকে গ্রেফতার করতে তাঁর বাড়িতে যায় মুম্বই পুলিশের দল। পুলিশের অভিযোগ, তখনই এক মহিলা পুলিশ অফিসারের উপরে হামলা করেন অর্ণব, তাঁর স্ত্রী ও ছেলে। গত সপ্তাহে এই বিষয়ে এন এম জোশী মার্গ থানায় এফআইআর করে পুলিশ। তাতে সরকারি আধিকারিকের কর্তব্যে বাধা দেওয়ার জন্য হামলা, শান্তিভঙ্গ করার উদ্দেশ্যে অপমান করা ও ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

অন্য দিকে অর্ণবের জামিন নিয়ে টুইটারে সুপ্রিম কোর্ট ও বিচারপতিদের সমালোচনা করায় আদালত অবমাননার প্রক্রিয়ার মুখে পড়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র দিয়েছেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। তাঁর বক্তব্য, ‘‘অকারণে সুপ্রিম কোর্টকে আক্রমণ করলে যে শাস্তি পেতে হবে, তা এ বার মানুষের বোঝা প্রয়োজন।’’ তাঁর মতে, কুণালের টুইট কৌতুক ও অবমাননার সীমারেখা লঙ্ঘন করেছে। আদালত অবমাননার অন্য মামলায় দোষী সাব্যস্ত আইনজীবী প্রশান্ত ভূষণের অবশ্য দাবি, ‘‘কুণালের বক্তব্য সুরুচির পরিচায়ক নয় বলে কারও মনে হতে পারে। তাঁর বক্তব্য পছন্দ না হতে পারে। কিন্তু কারও কাজকর্মের ফলে বিচারপ্রক্রিয়া বাধা না পেলে তা আদালতের অবমাননার পর্যায়ে পড়ে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arnab Goswami Republic Media Bail Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE