Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National News

দেশ জুড়ে প্রায় ৭২ হাজার কোটি বেআইনি টাকা উদ্ধার!

উদ্ধার হওয়া টাকার মধ্যে রয়েছে নোট বাতিলের পর উদ্ধার হওয়া হিসাব বহির্ভূত টাকাও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ২০:০৪
Share: Save:

হিসাব বহির্ভূত ৭১ হাজার ৯৪১ কোটি টাকা ‘আয়’-এর সন্ধান পাওয়া গিয়েছে বলে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করল অর্থ মন্ত্রক। অর্থ মন্ত্রক সূত্রে খবর, ওই টাকা গত তিন বছরে আয়কর দফতর তল্লাশি অভিযানে বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে নোট বাতিলের পর উদ্ধার হওয়া হিসাব বহির্ভূত টাকাও।

এ দিন সুপ্রিম কোর্টে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়, ১ এপ্রিল ২০১৪ থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি— এই তিন বছরে ওই পরিমাণ হিসাব বহির্ভূত টাকা উদ্ধার হয়েছে। তার মধ্যে গত বছরের নভেম্বরে নোট বাতিলের পর থেকে চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত মোট পাঁচ হাজার ৪০০ কোটি টাকা এবং ৩০৩ কেজিরও বেশি সোনা উদ্ধার হয়। এই সংক্রান্ত সমস্ত তথ্যও সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রক জানিয়েছে।

আরও পড়ুন: চিন-পাকিস্তানকে একসঙ্গে নিশানা করতে পরমাণু সাবমেরিনে জোর দিল্লির

নোট বাতিলের ফলে কত পরিমাণ কালো টাকা উদ্ধার হল তা জানতে চেয়ে বার বারই বিরোধীরা সুর চড়িয়েছে। এই হলফনামা পেশ করে মোদী সরকার আদপে বিরোধীদের সেই চড়া সুরের জবাব দিতে চেয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE